NE UpdatesHappeningsBreaking News
শুভমকে দত্তক নিল গুয়াহাটি লায়ন্স ক্লাব
গুয়াহাটি, ৩০ জুলাই ঃ শনিবার অর্থাৎ ২৯ জুলাই ছিল আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস। এ দিন গুয়াহাটি চিড়িয়াখানায় এক অনুষ্ঠানে শুভম নামের একটি বাঘকে এক বছরের জন্য রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিল গুয়াহাটি লায়ন্স ক্লাব। এই এক বছর শুভমের লালন পালনে যাবতীয় খরচ লায়ন্স ক্লাব কর্তৃপক্ষ বহন করবে। এর পাশাপাশি ক্লাব এ দিন চিড়িয়াখানা কর্তৃপক্ষকে ৭৫ হাজার টাকার একটি চেকও প্রদান করে। ক্লাব সদস্যরা এ দিন জন্তুকে আক্রমণ করার পরিবর্তে সহানুভূতিপূর্ণ মনোভাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানায়।
উল্লেখ্য, বর্তমানে আসাম রাজ্য চিড়িয়াখানায় ৯টি বাঘ রয়েছে। এখানে কাজ করছেন ৯০ জন কর্মচারী। গোটা দেশের পরিসংখ্যান অনুযায়ী ১৯৭৩ সালে দেশে মোট ২৭৩টি বাঘ ছিল। ২০২২ সালের গণনা অনুসারে দেশে মোট বাঘের সংখ্যা ৩১৬৭। বিশ্বের ৭৫ শতাংশ বাঘই রয়েছে ভারতে। প্রজেক্ট টাইগার প্রকল্পটি গ্রহণ করার পর আগামী দিনে আসাম তথা দেশে বাঘের সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলে আশা করা যাচ্ছে।