NE UpdatesBarak UpdatesIndia & World UpdatesHappeningsAnalyticsBreaking News
শুধুই কি মহাসড়ক? গাডকারির সঙ্গে দেখা করলেন সুস্মিতা
ওয়েটুবরাক, ২৯ মার্চঃ ত্রিপুরা বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পর রাজ্যসভার সদস্য সুস্মিতা দেবের ভবিষ্যৎ নিয়ে চর্চা অব্যাহত। কিছুদিনের মধ্যেই তাঁর রাজ্যসভার উপনির্বাচন জেতার মেয়াদ ফুরোবে। ওই আসনে মমতা বন্দ্যোপাধ্যায় ফের তাঁকে টিকিট দেবেন না বলেই রাজনৈতিক মহলের অনুমান। শিলচর লোকসভা আসনে ঘাসফুল প্রতীকে প্রতিদ্বন্ধিতা করে জয়ের সম্ভাবনা নেই বললেই চলে। তাহলে কী করবেন? ঝেড়ে কাশছেন না সুস্মিতা দেব। তৃণমূলেই থাকবেন, ঘনিষ্ঠমহলে এমন কথাও জোর দিয়ে বলছেন না। এই ধরনের এক সন্ধিক্ষণে বুধবার সন্তোষমোহন তনয়া বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি তথা দলের থিঙ্কট্যাঙ্কের অন্যতম ব্যক্তিত্ব নীতীন গাডকারির সঙ্গে সাক্ষাত করেছেন। হাতে ছিল একখানা চিঠি বা স্মারকলিপি। সড়ক পরিবহন মন্ত্রী নীতীন গাডকারীকে তা প্রদান করেন ইস্ট-ওয়েস্ট করিডরের কাছাড়-ডিমা হাসাও অংশের মাটি নিয়ে। তাঁর কথায়, এত খরচ করে যদি রাস্তা না টেঁকে, তাহলে কী লাভ ! সে ক্ষেত্রে তাঁর পরামর্শ, কিছু কিছু অংশে উড়ালপুলের মতো করা যেতে পারে।
তিনি যে কিছুদিন আগে ওই অংশের কাজ দেখে এসেছেন, সে সময় অফিসারদের সঙ্গে কথা বলেছেন, চিঠিতে এর উল্লেখ করে বলেন, এই সড়ক বা মহাসড়ক বরাক উপত্যকার মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এমনিতেই এই প্রকল্প বাস্তবায়নে অনেক বিলম্ব হয়ে গিয়েছে। তাই প্রাক্তন কংগ্রেসি এবং বর্তমানে তৃণমূল কংগ্রেসের সাংসদ হিসাবে কর্মরত সুস্মিতা দেবের পরামর্শ, গাডকারি যেন বিষয়টিতে হস্তক্ষেপ করেন।