Barak UpdatesHappenings
কেভি ওএনজিসি শ্রীকোণায় মাতৃভাষা দিবস পালন
ওয়ে টু বরাক, ২২ ফেব্রুয়ারি : ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় বিদ্যালয় ওএনজিসি শ্রীকো্ণা এক মনোরম অনুষ্ঠানের আয়োজন করেছে। স্কুলের ছাত্রছাত্রীরা বাংলা সমবেত সঙ্গীত পরিবেশন করে ‘ মুক্তির মন্দির সোপান তলে’। আন্তর্জাতিক মাতৃভাষার উৎস বাংলাদেশের মাতৃভাষা আন্দোলন থেকে ভারতবর্ষের নানা ভাষা গোষ্ঠীর সময়ের দর্পণ তুলে ধরে একটি ছোট নাটিকা পরিবেশন করে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। প্রাইমারি কক্ষের ছাত্রছাত্রীরা ‘অল ইন্ডিয়া লেঙ্গুয়েজ গীতের’ ওপর ভারতবর্ষের নানা জাতির বেশ ধরে রেম ওয়াক করে এক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়। অধক্ষ সন্দীপ শর্মা ২১শে ফেব্রুয়ারির তাতপর্য নিয়ে বক্তব্য রাখেন। সাংস্কৃতিক কার্যক্রমের পরিচালনায় ছিলেন সত্যজিৎ বসু জয়।