India & World UpdatesHappeningsSportsBreaking News
পাকিস্তানকে আলাদা গুরুত্ব দিতে চান না রোহিত
ওয়েটুবরাক, ১২ অক্টোবর : আফগানিস্তানের বিরুদ্ধে ১৫ ওভার বাকি থাকতে ৮ উইকেটে জিতল ভারত। ম্যাচের পরেই তাঁর সামনে প্রশ্ন এল পাকিস্তান ম্যাচ নিয়ে। রোহিত বললেন, “আফগানিস্তান ম্যাচে যেমন প্রস্তুতি নিয়েছিলাম, পাকিস্তান ম্যাচেও সেটাই নেব। আলাদা করে দেখার কিছু নেই। মাঠের বাইরের বিষয় নিয়ে ভাবতে রাজি নই আমরা। পিচ এবং পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। সেই অনুযায়ী প্রথম একাদশ ঠিক করব। বিশ্বকাপের বাকি ম্যাচের মতোই দেখব পাকিস্তান ম্যাচকে।”
ভারত-পাকিস্তান লড়াইয়ের দিকে তাকিয়ে থাকে ক্রিকেটবিশ্ব। দুই দলই নিজেদের প্রথম দু’টি ম্যাচ জিতে নিয়েছে। তাই লড়াই যে সমানে সমানে হবে, সে বিষয়ে সন্দেহ নেই সমর্থকদের।
আফগানিস্তান ম্যাচে শতরান করেন রোহিত। ম্যাচ জিতে তিনি বলেন, “এই জয় বেশ আনন্দের। সব থেকে ভাল হচ্ছে জয়ের ধারা বজায় রাখা। বিশ্বকাপের ম্যাচে চাপ থাকবে। সেই চাপ আমরা সামলাতে পারছি। বিভিন্ন ধরনের ক্রিকেটার রয়েছে আমাদের। তাই দলের সকলে খুব স্বচ্ছন্দ ভাবে খেলতে পারছে।”