Barak UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News
শীঘ্রই মুক্তি পাচ্ছে ‘কাদম্বরী আজও’, ছবির প্রচার শুরু
ওয়ে টু বরাক প্রতিবেদন, ১৭ জুলাই : খুব শিগগীরই আসছে নতুন বাংলা ছবি কাদম্বরী আজও। ১৪ জুলাই কলকাতার এক অভিজাত রেস্তোরায় এর ই-পোষ্টার লঞ্চ হয়ে গেল। উপস্থিত ছিলেন ছবির প্রযোজক হীরক পাল, অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী, অভিনেতা অমিতাভ ভট্টাচার্য, ইন্দ্রজিৎ মজুমদার, মানসী নন্দি, অর্কপ্রভ ভট্টাচার্য, পরিচালক শর্মিষ্ঠা দেব।
কাদম্বরী আজও ছবির সঙ্গে রবিঠাকুরের নতুন বৌঠানের সম্পর্ক থাকার বিষয়ে পরিচালক শর্মিষ্ঠা দেব জানান ‘খুব সোজাসাপ্টা সম্পর্ক নেই। তবে সেই কাদম্বরীর একাকীত্ব, বিরহ, চাপাকষ্ট আজকের একবিংশ শতাব্দীর সাবলম্বী কাদম্বরীদের মধ্যেও যে বর্তমান তারই ছায়া এই ছবিতে রয়েছে। অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের ভূমিকা এই ছবিতে একদমই রোমাঞ্চকর, যা ছবির শেষে ধরা পড়বে। অমিতাভ ভট্টাচার্যকে অনেক বছর পর আবার নিজরূপে ফিরে আসতে দেখা যাবে। যা তাঁর ফিল্ম কেরিয়ারের টার্নিং পয়েন্ট বলা যেতে পারে। ইন্দ্রজিত মজুমদার, সৃজনী মিত্র নিজ নিজ চরিত্রকেও যথার্থ ফুটিয়ে তুলেছেন। ছবিতে কাদম্বরীর ভূমিকায় অভিনয় করছেন অঙ্কিতা চক্রবর্তী। অন্যদিকে সাবিত্রী চট্টোপাধ্যায়, অমিতাভ ভট্টাচার্য, ইন্দ্রজিৎ মজুমদার, বিশ্বজিত চক্রবর্তী, রাজদীপ সরকার, অর্কপ্রভ ভট্টাচার্য, সৃজনী মিত্র, রুমকী চট্টোপাধ্যায়, মানসী নন্দি এতে কাজ করেছেন।
শর্মিষ্ঠা জানান, ছবিতে তিনটি রবীন্দ্রসঙ্গীত রয়েছে। শিল্পী রূপঙ্কর বাগচী এবংসায়নী পালিতের কণ্ঠে। গোটা ছবির শুটিং হয়েছে কলকাতা এবং উত্তরবঙ্গর রিশপ, লোঁলেগাওয়ে। ক্যামেরায় রয়েছেন অঙ্কিত সেনগুপ্ত। সঙ্গীত পরিচলনায় অদ্রিতা ঝিনুক। চিত্রনাট্য শিলাদিত্য গুহের এবং আবহে চিরন্তন ব্যানার্জি।
ছবির শিল্পীদের উপস্থিতিতে ‘কাদম্বরী আজও’র প্রচার শুরু হল।