NE UpdatesHappeningsBreaking News
২৪ ঘণ্টায় দ্বিতীয়বার ভূকম্প আসামেAnother earthquake within 24 hours in Assam
৩১ মে : ফের সোমবার সকালে কেঁপে উঠল আসামের মাটি। রিখটার স্কেলে ভূ-কম্পের তীব্রতা ছিল ৩.৮। তবে ক্ষয়ক্ষতির কোনও খবর নেই। সোমবার সকাল ৯টা ৫০ মিনিটে এই ভূ-কম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। গত ২৪ ঘণ্টায় এটি দ্বিতীয়বার কম্পন। সিসমোলজি বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, শোণিতপুর জেলার তেজপুর থেকে ৪৪ কিলোমিটার পশ্চিমে ভূ-পৃষ্ঠ থেকে ২৪ কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পের কেন্দ্রবিন্দু।
Earthquake of Magnitude:3.8, Occurred on 31-05-2021, 09:50:50 IST, Lat: 26.69 & Long: 92.35, Depth: 24 Km ,Location: 44km W of Tezpur, Assam, India for more information Download the BhooKamp App https://t.co/aZm7hs7QTU @ndmaindia @Indiametdept pic.twitter.com/wtdpYN9Bjw
— National Center for Seismology (@NCS_Earthquake) May 31, 2021
এর আগে ৩০ জুন দুপুর ২টা ২৩ মিনিটে ৪.১ তীব্রতায় কম্পন অনুভূত হয়েছিল। সেটিও তেজপুর থেকে ৪০ কিলোমিটার পশ্চিমে ছিল। গত কয়েক মাস ধরে উত্তর-পূর্বের বিভিন্ন প্রান্তে লাগাতার কম্পন অনুভূত হচ্ছে। ২৯ মে-ও দুপুর ১টা ২৯ মিনিটে একইভাবে মেঘালয়ে ৩.৫ তীব্রতার কম্পন হয়েছিল। সেটি ছিল শিলং থেকে ১১ কিলোমিটার পশ্চিমে। ২৩ মে সকাল ৬টা ৫৬ মিনিটে মণিপুরেও ৪.৩ তীব্রতার কম্পনে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছিল।