Barak UpdatesHappeningsBreaking News
শিলচর শিশু উদ্যানে আম্রুত প্রকল্পের উদ্বোধন
ওয়েটুবরাক, ৬ আগস্ট : শনিবার শিলচর শিশু উদ্যানে আম্রুত প্রকল্পের উদ্বোধন করলেন আসাম সরকারের নগর উন্নয়ন মন্ত্রী অশোক সিংহল। সঙ্গে ছিলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী, কাছাড়ের জেলাশাসক রোহন কুমার ঝা, প্রকল্পের রাজ্য সঞ্চালক স্বপ্নীল পাল৷ ছিলেন শিলচর শিশু উদ্যানের সচিব রাজীব করও।
উদ্বোধনের পর মন্ত্রী-বিধায়ক সহ বিশিষ্টজনেরা গোটা পার্ক ঘুরে দেখেন। কোনও কোনও জায়গায় রং না থাকায় তিনি মিউনিসিপ্যালিটির এক্সিকিউটিভ অফিসারকে সেদিকে নজর দিতে বলেন।
উদ্যান কর্তৃপক্ষের পক্ষ থেকে মন্ত্রী সিংহলকে শিশু উদ্যানের জলনিকাশি ব্যবস্থা ঠিকঠাক করবার জন্য সমস্ত ড্রেন তৈরি করা, লাইফ জ্যাকেট সহ দুটো প্যাডাল বোট এবং ফাউন্টেন রিপেয়ারিং করার দাবি জানানো হয়৷ মন্ত্রী সঙ্গে সঙ্গে ড্রেনের ব্যাপারে বিধায়ক দীপায়ন চক্রবর্তীকে দায়িত্ব নিতে বলেন। দুটো প্যাডাল বোট ও ফাউন্টেন রিপেয়ারিংয়ের জন্য মিউনিসিপালটির এক্সিকিউটিভ অফিসারকে নির্দেশ দেন। বলেন, আনটাইড ফান্ড থেকে কাজটি করে নিতে৷
প্রসঙ্গত, আম্রুত প্রকল্পে শহরের তিনটি পার্ককে আধুনিকতর করার প্রকল্প নেওয়া হয়েছিল৷ এরই একটি হল শিলচর শিশু উদ্যান৷ সরকারি তহবিল থেকে এই খাতে ব্যয় হয়েছে ৪২ লক্ষ ৯৯ হাজার ৭৮৮ টাকা৷