Barak UpdatesHappeningsBreaking News
শিলচর শহরের পানীয় জলের সমস্যা ছয়মাসে মিটবে, আশাবাদী দীপায়ন
ওয়েটুবরাক, ১০ জুনঃ শিলচর শহরের পানীয় জলের সমস্যা আগামী ছয়মাসের মধ্যে সমাধান হবে বলে আশা করছেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। তিনি আজ বৃহস্পতিবার শিলচরে সাংবাদিক সম্মেলন করে জানান, শহরে পুরনো পরিকল্পনায় চারটি ওভারহেড ট্যাঙ্ক তৈরির কাজ চলছে। এর মধ্যে মধুরামুখ ও সিভিল হাসপাতাল ট্যাঙ্কের কাজ ৯০ শতাংশ সম্পন্ন হয়েছে। তারাপুর ইঅ্যান্ডডি কলোনিতে ৭০ শতাংশ কাজ হয়েছে। একটু পিছিয়ে থাকলেও সুভাষনগরের ওভারহেড ট্যাঙ্কেরও ৬০ শতাংশ কাজ সম্পন্ন হয়ে গিয়েছে।
এ ছাড়া, আমরুত প্রকল্পে সেকেন্ড লিংক রোডে আর একটি ওভারহেড ট্যাঙ্ক বসানো হচ্ছে। এর কাজ প্রায় শেষ। তবে নিউ শিলচর এলাকায় পানীয় জলের সমস্যার কথা স্বীকার করেছেন দীপায়নবাবু। একেই কাটিয়ে তোলার চেষ্টা করছেন তাঁরা। তিনি জানিয়েছেন, আরবান স্যুয়ারেজ বোর্ডের জন্যই সমস্যাটা বেশি হচ্ছে। তিনি এ ব্যাপারেও ছোটাছুটি শুরু করে দিয়েছেন। দীপায়নবাবু জানান, মন্ত্রী রঞ্জিত দাসের সঙ্গে তিনি ব্যক্তিগতভাবে কথা বলেছেন। মন্ত্রী তাঁকে কথা দিয়েছেন, শিলচরে এসে এই সমস্যা মিটিয়ে দেবেন।