Barak UpdatesHappeningsBreaking News
সিপিএমের স্বাস্থ্যশিবির, রোগী দেখছেন কলকাতার ডাক্তাররা
ওয়েটুবরাক, ১৭ জুলাই : দুইজন সহযোগী সহ পশ্চিমবঙ্গ থেকে আগত তিনজন ডাক্তার শিলচর ও কাছাড় জেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে গিয়ে সিপিএম আয়োজিত স্বাস্থ্য শিবিরে রোগীদের পরীক্ষা করে বিনামূল্যে ঔষধ বিতরণ করছেন। ১৫ জুলাই থেকে শুরু হয় এই স্বাস্থ্য শিবিরের আয়োজন। শুক্রবার বেতুকান্দি, আউলিয়া ও তপোবননগরের যান তাঁরা৷ শনিবার শ্রীকোনার বিস্তীর্ণ এলাকার হতভাগ্য মানুষের মধ্যে চিকিৎসা সেবা পৌঁছে দেন। রংপুর, মালুগ্রামেও সেদিন স্বাস্থ্য শিবিরের আয়োজন হয়। কলকাতার বিশিষ্ট ডাক্তার ফুয়াদ হালিম অন্য সহযোগীদের নিয়ে কাছাড়ের বন্যা পীড়িতদের মধ্যে সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করছেন।
আজ ১৭জুলাই সকালে পশ্চিম শিলচরের এলগিন অঞ্চলে ও বিকালে কালাইনের পাদ্রী টিলায় স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হবে। ইচ্ছুক সকলকেই যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। ১৮ জুলাই ডাক্তারদের এই দল কলকাতা ফিরে যাবেন বলে সিপিএমের কাছাড় জেলা সম্পাদক দুলাল মিত্র জানিয়েছেন৷