NE UpdatesHappeningsBreaking News
অরুণোদয় সুবিধাভোগীদের যথার্থতা যাচাইয়ে দায়িত্ব এনসিসি-কে
ওয়েটুবরাক, ১৪ জুন : অসমে অরুণোদয় প্রকল্পের সুবিধাভোগীদের যথার্থতা যাচাই করার সিদ্ধান্ত নিয়েছে সরকার৷ আর এই দায়িত্ব তুলে দিয়েছে এনসিসির হাতে৷ ২০ হাজার এনসিসি ক্যাডেট ঘরে ঘরে গিয়ে অরুণোদয় প্রকল্পের প্রকৃত সুবিধাভোগীদের চিহ্নিত করে তাদের ঘরের বাইরে অরুণোদয় লোগো লাগাবে। মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা জানান, ৭ জুলাই থেকে শুরু হবে অরুণোদয় সপ্তাহ। সব শর্ত পূরণ না করা বা ঘুরপথে তালিকায় নাম ঢোকানো পরিবারগুলির নাম বাদ দেওয়া হবে। অরুণোদয়প্রাপ্ত যে সব পরিবারের সদস্যরা চাকরি পেয়েছেন তাদের নামও কাটা পড়বে। অসমে অরুণোদয় প্রকল্পের সুবিধাভোগী পরিবারগুলি মাসে হাজার টাকা করে পায়। তা বাড়িয়ে ১২৫০ টাকা করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।