Barak UpdatesHappeningsBreaking News
শিলচর মহিলা কংগ্রেসের রান্নাঘর অভিযান শুরু, ব্যানার উদ্বোধন গৌরবের
ওয়ে টু বরাক, ২৯ ফেব্রুয়ারি ঃ লোকসভা নির্বাচনের প্রাক্কালে মহিলা কংগ্রেসের রান্নাঘর অভিযান শুরু হচ্ছে শিলচরে। বৃহস্পতিবার ইন্দিরা ভবন শিলচরে এই অভিযানের ব্যানার উদ্বোধন করেন কলিয়াবরের সাংসদ গৌরব গগৈ। ছিলেন শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিত পালও। ১ মার্চ থেকে এই অভিযান শুরু হচ্ছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার শিলচর জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায়ের পৌরোহিত্যে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। এই কর্মীসভায় বক্তব্য রাখতে গিয়ে সাংসদ গগৈ কেন্দ্র ও রাজ্যের বর্তমান সরকারের বিভিন্ন জনবিরোধী নীতি ও কর্মসূচির কথা তুলে ধরেন। তিনি কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের বিভিন্ন নারী-অনুকূল নীতির কথা এ দিন উল্লেখ করেছেন। অভিজিৎ পাল এবং রাজ্য মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদক নবীনা মজুমদার শিলচর জেলা মহিলা কংগ্রেসের কাজের ভূয়সী প্রশংসা করেন।
অন্য বক্তাদের মধ্যে ছিলেন দুই বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর ও খলিল উদ্দিন মজুমদার, অরুণ দত্ত মজুমদার, সলমান উদ্দিন প্রমুখ। এ ছাড়া উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ছিলেন প্রাক্তন মন্ত্রী অজিত সিং, এপিসিসির সাধারণ সম্পাদক সোপন মন্ডল, আনোয়ার হুসেন ও জুয়েল বড়ভূইয়া,এপিসিসির মুখপাত্র সঞ্জীব রায়, সুজন দত্ত, দিব্যজ্যোতি বড়ুয়া, সীমান্ত ভট্টাচার্য, জালাল আহমেদ মজুমদার, জাবেদ আখতার লস্কর, রনজিৎ দেবনাথ, জন্মজয় চৌধুরী, আব্দুল রাজ্জাক প্রমুখ। সভায় উপস্থিত শিলচরের লোকসভা প্রত্যাশীদেরও এই বিশাল সমাবেশের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।