NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News

শিলচরে মণিপুর ভবন তৈরির জন্য জমি খুঁজছেন বীরেন সিংহ

ওয়েটুবরাক, ২৯ মে : শিলচরে মণিপুর ভবন নির্মাণ করা হবে৷ মণিপুর সরকার আগেই এই ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে৷ এখন এই ভবন তৈরির জন্য জমি খোঁজা হচ্ছে৷ রবিবার শিলচরে এসে এই কথা জানিয়েছেন প্রতিবেশী রাজ্যটির মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ৷ তিনি বলেন, এ জন্য দশ কোটি টাকা লাগবে বলে অনুমান করা হচ্ছে৷ এই অর্থ ব্যয়ে কোনও সমস্যা হবে না৷

Rananuj

অল আসাম মণিপুরি ইয়ুথ অ্যাসোসিয়েশন (আমিয়া) আয়োজিত এক সভায় যোগ দিতে এখানে আসেন বীরেন সিংহ৷  তিনি জানান, অসমের মণিপুরিদের বিশেষ সংখ্যালঘু মর্যাদার দাবি রয়েছে৷ তিনি নিজে এ নিয়ে অসমের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলছেন৷ তবে অসমের নাগরিক হিসাবে তিনি মণিপুরিদের সর্বাবস্থায় অসমের প্রতি শ্রদ্ধাশীল থাকতে পরামর্শ দেন৷  তিনি বলেন, ঐতিহাসিক ভাবে গোটা এই পার্বত্য অঞ্চল একই ছিল৷ কিন্তু যোগাযোগ বিচ্ছিন্নতার দরুন একাত্মতার বদলে বিরোধ বাড়ছিল৷ বর্তমানে অবস্থার পরিবর্তন হয়েছে, মন্তব্য করে বীরেন এর পুরো কৃতিত্ব দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে৷ বলেন, তাঁর নেতৃত্বেই প্রতিটি রাজ্যে বিজেপি জোট সরকার তৈরি হয়েছে৷ তাতে সবাই মিলে পারস্পরিক সৌহার্দ্যে গুরুত্ব দিয়েছেন৷ এ থেকেই মজবুত হচ্ছে এক উত্তর-পূর্বের ভাবনা৷

তাঁর কথায়, মৈতৈ, নাগা এবং আহোমদের মধ্যে বিরোধের কোনও জায়গাই নেই৷ কারণ এরা মোটেও ভিন্ন নয়৷ সকলের পূর্বপুরুষ এক৷ কিন্তু এতদিন এইসব কথায় কেউ গুরুত্ব দেয়নি৷ বিজেপির এক মানুষ, এক রাষ্ট্র ভাবনাই উত্তর-পূর্বের মানুষের মধ্যে বিরোধ কমিয়ে আনছে৷ বীরেন সিংহ বলেন, মাদকের বিরুদ্ধে তাঁর সরকার লড়াই করে চলেছে৷ সে জায়গায় অনেকটাই সফল বলে দাবি করেন তিনি৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker