Barak UpdatesHappeningsBreaking News

শিলচর বিমানের টিকিটের চড়া দাম ঠেকাতে আর্জি কংগ্রেসের

পনেরোদিনের জন্য রেহাইমূল্যের আশ্বাস কেন্দ্রের

ওয়েটুবরাক, ১৮ মে : বরাক উপত্যকা বেশ কিছুদিন ধরে বাইরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন৷ বিশেষ করে, গুয়াহাটিতে গিয়ে অনেকে ফেঁসে গিয়েছেন৷ অপেক্ষায় আছেন কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দিতে অর্থাৎ বাড়িঘরে পৌঁছানোর জন্য। রেলপথ সড়কপথ কিছুই চলাচলযোগ্য নেই বলে তাদের কাছে যোগাযোগের একমাত্র মাধ্যম এখন বিমানসেবা৷ কিন্তু ‘গুয়াহাটি-শিলচর-গুয়াহাটি’ রুটে বিমান ভাড়ার উচ্চ হার সাধারণ মানুষের পক্ষে বহন করা অসম্ভব । এ ব্যাপারে কংগ্রেসের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে৷ প্রদেশ সম্পাদক সঞ্জীব রায় কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রীকে শিলচর এবং গুয়াহাটির মধ্যে টিকিটের উচ্চ হারের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করতে অনুরোধ জানান৷ সঙ্গে অবিলম্বে ‘শিলং-শিলচর’ রুটে ফ্লাইটের দাবি জানান, যাতে গুয়াহাটিতে আটকে থাকা লোকেরা সহজেই শিলং থেকে ন্যূনতম হারে শিলং-শিলচর ফ্লাইট নিতে পারেন।তাঁরা কাছাড়, করিমগঞ্জ ও হাইলাকান্দির জেলাশাসকদেরও এ ব্যাপারে মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রকের সঙ্গে এই সব ব্যাপারে যোগাযোগ করতে আর্জি জানান৷ নির্বাচিত জনপ্রতিনিধিদেরও উপযুক্ত চাপ সৃষ্টি করতে অনুরোধ করেন৷

Rananuj

এরই মধ্যে অবশ্য শিলচরের সাংসদ ডা. রাজদীপ রায় বিমানভাড়া নিয়ে প্রধানমন্ত্রী, অসামরিক বিমান চলাচল মন্ত্রী ও মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন৷ পরে অসামরিক বিমান চলাচল মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আগামী ১৫দিনের জন্য রেহাই মূল্যে টিকিট দেওয়ার আশ্বাস দেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker