Barak UpdatesAnalytics

শিলচর থেকে করিমগঞ্জে ভোটার বেশি দেড় লক্ষ

৬ এপ্রিলঃ ২০১৯ সালের লোকসভা নির্বাচনেও করিমগঞ্জ আসনে শিলচর থেকে ভোটার বেশি। বরাক উপত্যকার দুই আসনের ভোটের ব্যবধান ১ লক্ষ ৪৬ হাজার ৭৫৬। করিমগঞ্জে ১৩ লক্ষ ৩৮ হাজার ৫ জন ভোটার এ বার ভোটদানের সুযোগ পাচ্ছেন। শিলচরের ভোটার ১১ লক্ষ ৯১ হাজার ২৪৯ জন।

তিন পর্যায়ে অনুষ্ঠেয় ভোটগ্রহণে মনোনয়ন জমা দেবার পর্ব শেষ হওয়ার পর শুক্রবার নির্বাচন কমিশন চূড়ান্ত তালিকা প্রকাশ করে। অসমে মোট ২ কোটি ১৯ লক্ষ ৯১ হাজার ১১২ জন ভোটার ভোটদানের সুযোগ পাবেন। তাদের মধ্যে ১ কোটি ১২ লক্ষ ৩৫ হাজার ১২৯ জন পুরুষ, ১ কোটি ৭ লক্ষ ৫৫ হাজার ৪৯২ জন মহিলা এবং ৪৯১ জন তৃতীয় লিঙ্গের ভোটার।

চূড়ান্ত তথ্য অনুযায়ী, তেজপুর লোকসভা কেন্দ্রে ১৪ লক্ষ ৯৪ হাজার ৮৭৮ জন, কলিয়াবর লোকসভা কেন্দ্রে ১৭ লক্ষ ৩১ হাজার ৬১০ জন, যোরহাটে ১৩ লক্ষ ৬০ হাজার ৩২৮ জন, ডিব্রুগড়ে ১৩ লক্ষ ১২ হাজার ১৯৬ জন, লখিমপুরে ১৭ লক্ষ ৪ হাজার ৪৪৭ জন।

একইভাবে স্বায়ত্তশাসিত জেলা ডিফুতে ৭ লক্ষ ৯৫ হাজার ৮৫ জন, মঙ্গলদৈয়ে ১৭ লক্ষ ৯৫ হাজার ৫২৯ জন, নগাঁওয়ে ১৭ লক্ষ ৯০ হাজার ৬৮৪ জন, ধুবড়িতে ১৮ লক্ষ ৫৬ হাজার ১৬৮ জন, কোকরাঝাড়ে ১৭ লক্ষ ৬৫ হাজার ৪২৩ জন, বরপেটায় ১৬ লক্ষ ৭৬ হাজার ৮৫৪ জন এবং গুয়াহাটিতে ২১ লক্ষ ৭৮ হাজার ৬১৭ জন ভোটার রয়েছেন। কমিশন সূত্রে জানা গেছে, সংক্ষিপ্ত সংশোধনীর সময় ২ লক্ষ ৩০ হাজার ৫০৮ জন ভোটারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা আগের মতো ৮১৪৩টিই রয়েছে।

English text here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker