Barak UpdatesHappeningsBreaking News
শিলচর ডেন্টাল কলেজেও র্যাগিঙের অভিযোগ, তদন্তে ম্যাজিস্ট্রেট
ওয়ে টু বরাক, ৩ ডিসেম্বর ঃ ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের র্যাগিং কাণ্ডের ছায়া এ বার শিলচরে। শিলচর ডেন্টাল কলেজে কিছু সিনিয়র ছাত্রের বিরুদ্ধে নবাগত পড়ুয়াদের র্যাগিং করার অভিযোগ উঠেছে। র্যাগিঙের শিকার হওয়া ছাত্ররা এ নিয়ে দিল্লিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করেন। এরপর তা জানানো হয় কাছাড়ের জেলা প্রশাসনকে। এই প্রক্রিয়ার পরই এ ব্যাপারে তদন্ত শুরু হয়েছে।
কাছাড়ের ম্যাজিস্ট্রেট কিষান চরাই শিলচর ডেন্টাল কলেজে গিয়ে অভিযুক্ত ছাত্র ও অভিযোগকারীদের ডেকে বিষয়টি শোনেন। তিনি দু’পক্ষের বয়ানই নথিভুক্ত করেছেন। র্যাগিঙের শিকার কলেজের প্রথম বর্ষের ছাত্ররা জানান, সিনিয়র ছাত্ররা তাদের নানাভাবে হয়রানি করছে। তবে অভিযুক্ত ছাত্ররা তা অস্বীকার করেছে। কলেজের অধ্যক্ষা ডাঃ মঞ্জুলা দাস জানান, তিনি কলেজের অ্যান্টি র্যাগিং স্কোয়াডকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। স্কোয়াড যাবতীয় ঘটনা খতিয়ে দেখে একটি রিপোর্ট পেশ করবে।