Barak UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News
শিলচর জেল থেকে গোয়ালপাড়া ট্রানজিট ক্যাম্পে ২২ বাংলাদেশি সহ ৮৭ বিদেশি
ওয়েটুবরাক, ১২ মার্চ : কারাবাসের মেয়াদ পেরনো ৮৭জন বিদেশিকে শিলচর জেল থেকে গোয়ালপাড়ার মাটিয়া স্থিত ট্রানজিট ক্যাম্পে স্থানান্তর করা হচ্ছে। তাদের মধ্যে ৬৪ জন মায়ানমারের, ২২ জন বাংলাদেশি এবং একজন সেনেগালবাসী। ৪৬ জন পুরুষ এবং ২০ জন মহিলার সঙ্গে রয়েছে ২১টি শিশু, কিশোর-কিশোরীও। শনিবার সন্ধ্যায় তাদের নিয়ে শিলচর থেকে রওয়ানা হয়েছে বিরাট পুলিশ বাহিনী। গোয়ালপাড়া পৌঁছাতে রবিবার সকাল। বেআইনিভাবে ভারতে প্রবেশের জন্যই দক্ষিণ অসমের বিভিন্ন স্থানে ধরা পড়েছিলেন তাঁরা।
গোয়ালপাড়া জেলার মাটিয়াতে ২৮৮০০ বর্গফুট এলাকা জুড়ে তৈরি হয়েছে এশিয়ার বৃহত্তম ট্রানজিট ক্যাম্প। তিন হাজার জনকে রাখার ব্যবস্থা রয়েছে। এই বছরেরই জানুয়ারিতে তা চালু হয়। বিভিন্ন ডিটেনশন সেন্টার থেকে পর্যায়ক্রমে বিদেশিদের আনা হচ্ছে। কিছুদিন আগে ডিব্রুগড় জেল থেকে বাংলাদেশিদের মাটিয়াতে স্থানান্তর করা হয়েছে।
জেল সূত্রে জানা গিয়েছে, যে ২২ জন বাংলাদেশিকে আজ নিয়ে যাওয়া হচ্ছে, ও পারে তাদের ঠিকানা নিশ্চিত করা হয়েছে। এরই মধ্যে প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। গুয়াহাটি স্থিত বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনারের অফিস থেকে এক প্রতিনিধি দল শিলচর সেন্ট্রাল জেলে এসে তাদের নথিপত্র চূড়ান্ত করে গিয়েছেন। একই ভাবে আফ্রিকার সেনেগালের নাগরিককেও তাঁর দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। মুশকিল শুধু মায়ানমারের নাগরিকদের নিয়ে। তাদের দেশে অস্থিরতা অব্যাহত থাকায় প্রত্যর্পণ প্রক্রিয়া নিয়ে কথা এগোচ্ছে না।