Barak UpdatesHappeningsBreaking News
শিলচর গান্ধী শান্তি প্রতিষ্ঠানে মহাত্মা গান্ধীর তিরোধান দিবস পালিত
ওয়েটুবরাক, ৩০ জানুয়ারি : রাষ্ট্রপিতা মহাত্মা গান্ধীর তিরোধান দিবস মঙ্গলবার শিলচর গান্ধী শান্তি প্রতিষ্ঠানে বিভিন্ন কার্যসূচির মাধ্যমে পালিত হল। সকাল নয়টায় গান্ধীবাগে থাকা মহাত্মা গান্ধীর মর্মর মূর্তির সন্মুখে সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। উপস্থিত সবাই গান্ধীজির মূর্তিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য অর্পণ করেন। গণপ্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন গান্ধী শান্তি প্রতিষ্ঠানের সভাপতি শান্তনু কুমার দাস সহ অন্যান্য অতিথিরা। সর্বধর্মপ্রার্থনা সভায় যোগ দেন নীলিমা ভট্টাচার্য, অশোক কুমার দেব, কল্যাণী দাম, বাপী রায়, অনিতা বসু, শুকল্পা দত্ত এবং আদিমা মজুমদার। গীতা, বাইবেল, ত্রিপিটক, কোরআন শরিফ ইত্যাদি ধর্মগ্রন্থ থেকে বিভিন্ন বাণী পাঠ করা হয়। ভজন সঙ্গীত পরিবেশন করেন বেতার শিল্পী কল্যাণী দাম। তরুণ-তরুণীদের মধ্যে মহাত্মা গান্ধীর জীবনাদর্শ নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন রেহান উদ্দিন লস্কর, সৃষ্টি দাস, অনামিকা বিশ্বাস, সাহিমা খানম লস্কর এবং শুভশ্রী মোদক৷
গত ২১ জানুয়ারি অনুষ্ঠিত দুই স্বাধীনতাসংগ্রামী প্রয়াত শচীন্দ্র মোহন দত্ত এবং প্রয়াত সরোজ কুমার দাস স্মরণে যে বার্ষিক মেধা পরীক্ষা অনুষ্ঠিত হয়, তাতে যোগদানকারী প্রত্যেক ছাত্রছাত্রী পঞ্চাশ শতাংশের বেশি নম্বর পাওয়ায় সবাইকে শংসাপত্র প্রদান করা হয় । মোট ষোল জনকে বিশেষ পুরস্কারও প্রদান করা হয়েছে।
বিশেষ স্থানাধিকারী ছাত্রছাত্রীরা হলো ১) শুভশ্রী মোদক, সর্বোদয় পাঠশালা ২) আয়ুষী দেবনাথ, অভয়াচরণ ভট্টাচার্য পাঠশালা ৩) বিহান দাস, অভয়াচরণ ভট্টাচার্য পাঠশালা ৪) সৃষ্টি দাস, একে চন্দ পাঠশালা ৫) অনামিকা বিশ্বাস এ কে চন্দ পাঠশালা ৬) নেহাল নাথ, অভয়াচরণ ভট্টাচার্য পাঠশালা ৭) বিক্রম সাহা, এ কে আজাদ পাঠশালা ৮) দিয়া সরকার এ কে চন্দ পাঠশালা ৯) বর্ষা সুত্রধর, এ কে চন্দ পাঠশালা ১০) স্নিগ্ধা দাস গোপীনাথ হর কিশোর দেব বিদ্যাপীঠ ১১) সামীম আহমেদ বড়ভুইয়া, এ কে চন্দ পাঠশালা ১২) শঙ্কু দাস, ঘরবরণ হাই স্কুল ১৩) মহিমা খানম জয়কুমার বালিকা বিদ্যালয় ১৪) নম্রতা রাজকুমারী, অভয়াচরণ ভট্টাচার্য পাঠশালা ১৫) সিমরন পারভেজ লস্কর, শ্রীরামকৃষ্ণ বিদ্যামন্দির এবং ১৬) জীবন উদ্দিন, আবুল কালাম আজাদ পাঠশালা৷
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সভাপতি শান্তনু কুমার দাস, সাধারণ সম্পাদক অশোক কুমার দেব, সাংগঠনিক সম্পাদক শেখর পালচৌধুরী, সহ সম্পাদক অতনু চৌধুরী, সীমান্ত ভট্টাচার্য, অরিন্দমি দেব ও ড. সীমা ঘোষ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ড. গীতা দত্ত, হরিদাস দত্ত, উপালী পুরকায়স্থ, শেফালী ভারতী, শুকল্পা দত্ত, নীলিমা ভট্টাচার্য, আহমেদ রাজ বড়ভুইয়া, পুলক দেব, অনিতা বসু, মধুমিতা আচার্য, বাহার আহমেদ চৌধুরী, মলয় চক্রবর্তী, সত্যজিৎ গুপ্ত, দিব্যেন্দু দত্ত, পীযূষ কান্তি চক্রবর্তী, সৌগত পাল ( বুদ্ধ), চম্পালাল রায় প্রমুখ৷
দুপুর এগারোটায় দুই মিনিট নীরবতা পালন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।