Barak UpdatesHappeningsBreaking News

শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি সহ অধিকাংশ থানার ওসি বদলি

গুয়াহাটি থেকে শিলচরের ওসি পদে বদলি হয়েছেন উৎপল ভট্টাচার্য

ওয়েটুবরাক, ২৬ জুনঃ রাজ্যের পুলিশ বিভাগে ইন্সপেক্টর পর্যায়ে বড় ধরনের রদবদল ঘটেছে। অধিকাংশ থানার ওসি বদলি হয়েছেন। বদলে দেওয়া হয়েছে সিআই-দেরও। বরাক উপত্যকার শিলচর, হাইলাকান্দি, করিমগঞ্জ, কাটিগড়া, লক্ষীপুর, পাথারকান্দি সহ বহু থানায় নতুন ওসি পাঠানো হচ্ছে।

Rananuj

তালিকা অনুসারে কাটিগড়ার ওসি রঞ্জন দুলেকে বরপেটার থানার ওসি, উধারবন্দের ওসি সঞ্জীবকুমার দাসকে সরভোগের ওসি, শিলচরের ওসি দিতুমণি গোস্বামীকে বাকসা জেলার বরমা থানার ওসি, পাথারকান্দির ওসি সঞ্জীব টেরঙকে উদালগুড়ি জেলার পানেরি থানার ওসি, বড়খলার ওসি নির্মলচন্দ্র বিশ্বাসকে নলবাড়ি জেলার বেলসরের সিআই, রামকৃষ্ণনগর থানার সিআই গৌরচন্দ্র মণ্ডলকে দক্ষিণ নলবাড়ির অ্যাডিশনাল সিআই, লক্ষীপুরের ওসি বিমল খাপলে ছেত্রীকে উত্তর গুয়াহাটি থানার ওসি, করিমগঞ্জের ওসি ভোলারাম টেরঙকে ডিব্রুগড় থানার ওসি, হাইলাকান্দি থানার ওসি প্রণবকুমার শইকিয়াকে শিবসাগর জেলার ডিমৌ থানার ওসি, বদরপুর জিআরপি ওসি নয়নমণি সিংহকে তিতাবরের ওসি, বদরপুর থানার ওসি বিপিন বরাকে হোজাই জেলার শংকরদেব নগরের সিআই, আলগাপুরের ওসি রঞ্জিত শইকিয়াকে হাফলঙের ওসি, সোনাইর সিআই আব্দুল বাসিতকে ষষ্ঠ এপি ব্যাটেলিয়নের রিজার্ভ ইন্সপেক্টর, ধলাইর সিআই আশিস সেনকে পনেরো নং ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটেলিয়নের রিজার্ভ ইন্সপেক্টর, নিলামবাজারের সিআই আনোয়ার হোসেন চৌধুরীকে এসবি-তে, রাতাবাড়ির ওসি জয়ন্ত টেরঙকে ভিজিল্যান্সে, লালার সিআই আশিস সূত্রধরকে সিআইডিতে, কাটলিছড়ার ওসি তনভির আহমেদকে সিআইউডিতে, শিলচরের ট্রাফিক ইন্সপেক্টর সঞ্জীবকুমার গোস্বামীকে বিআইইও-তে, হাইলাকান্দি জেলায় কর্মরত ইন্সপেক্টর হেমন্তকুমার দাস সাসপেনশন থেকে রেহাই পাওয়ার পর যোগ দেবেন বর্ডার পুলিশে।

অন্যদিকে, গুয়াহাটি থেকে শিলচরের ওসি পদে বদলি হয়েছেন উৎপল ভট্টাচার্য৷ রাতাবাড়ির নতুন ওসি হচ্ছেন রতন দাস। তিনি এতদিন ছিলেন রঙিয়ার ওসি। লাহরিঘাট থেকে আসছেন সোনাইর সিআই বিদ্যুৎবিকাশ বরুয়া। রাজেশ কুমার দাস এতদিন ছিলেন বিআইইও-তে। এখন বদলি হয়েছেন লক্ষীপুর থানার ওসি পদে। কাটিগড়ার নতুন ওসি মনোজ নার্জারি এবং উধারবন্দের প্রদীপ হালৈ এতদিন ছিলেন ভিজিল্যান্সে।বড়খলা থানার ওসি পদে বদলি হয়েছেন বিআইইও-তে এতদিন কাজ করা মনমোহন রাউত। কোকরাঝাড়ের কচুগাঁও থেকে চন্দ্রধর দাস বদলি হলেন রামকৃষ্ণনগরের সিআই পদে।করিমগঞ্জের ওসি হিসেবে এসবি থেকে বিজিত দাধরাকে পাঠানো হচ্ছে। বদরপুর থানার ওসি দীপককুমার শইকিয়া ছিলেন লামডিং জিআরপির ওসি। শুয়ালকুচি নদী-থানার ওসি সমরজিত বসুমাতারি হবেন পাথারকান্দির ওসি। হাইলাকান্দির ওসি আম্পি দাওলাগুপো ছিলেন দেহাঙ্গির সিআই। কমলপুরের ওসি মৃণালকুমার দাস আসছেন আলগাপুরের ওসি হয়ে। কাটলিছডার নতুন ওসি রাতুলকুমার দাস ছিলেন বোকাজানের আইআরপি। তামুলপুরের ওসি দীপেন কলিতা নিলামবাজারের সিআই পদে বদলি হয়েছেন। গোরেশ্বরের ওসি নীলকমল বরুয়া বদলি হয়েছেন ধলাইর সিআই পদে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker