Barak UpdatesHappeningsBreaking News
শিলচর ও সোনাই পুরসভার খসড়া ভোটার তালিকা প্রকাশ ১৬ নভেম্বর
ওয়েটুবরাক, ১০ নভেম্বর : শিলচর ও সোনাই পুরসভার খসড়া ভোটার তালিকা আগামী ১৬ নভেম্বর প্রকাশ হবে। কাছাড়ের জেলাশাসক এ সংক্রান্ত পৃথক দুটি আদেশ জারি করেছেন। রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশে এতে জানানো হয়েছে, দাবি ও আপত্তি নিষ্পত্তি করে আগামী ১৩ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা মুদ্রিত হবে। স্থানে স্থানে ডেজিগনেটেড অফিসার নিয়োগ করা হয়েছে। শিলচর পুরসভার ১, ২, ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের ডেজিগনেটেড অফিসার হলেন অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার৷ তাঁর কার্যালয়েই দাবি-আপত্তি জানানো যাবে। ওয়ার্ড ৫-এর জন্য জেলা কৃষি আধিকারিকের কার্যালয়ের সিনিয়র এডিও রাহুল চক্রবর্তীর কার্যালয়ে দাবি-আপত্তি দাখিল করতে হবে। ওয়ার্ড ৬, ৭, ৮-এর জন্য অ্যাসিস্টেন্ট রেজিস্টার অফ কোঅপারেটিভ সোসাইটি, ৯ ও ১০ নং ওয়ার্ডের জন্য ভেটেনারি অফিসার জিতেন ভূঁইয়ার কার্যালয়, ১১ ও ১২ নং ওয়ার্ডের জন্য ভেটেনারি অফিসার এম সরকারের কার্যালয়, ওয়ার্ড ১৩, ১৪, ১৫-র জন্য ডিআইসিসির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফিরোজ নুনিসার কার্যালয়, ওয়ার্ল্ড ১৬, ১৭ ও ১৮ নং ওয়ার্ডের ক্ষেত্রে ডেপুটি ডিরেক্টর অফ ইকোনমিক্স এন্ড স্ট্যাটিস্টিক এর কার্যালয়ে দাবি-আপত্তি দাখিল করতে হবে। পাশাপাশি পিএইচই ডিভিশন টু-র অ্যসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কিরণজিৎ নুনিসার কার্যালয়ে ওয়ার্ড ১৯ ও ২০, পিএইচই ডিভিশন ওয়ানের অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মনদীপ কৌরের কার্যালয় ২১, ২২ ও ২৫ নম্বর ওয়ার্ডের জন্য দাবি আপত্তি দাখিলের স্থান নির্ধারিত হয়েছে। এছাড়া ওয়ার্ড ২৩ ও ২৪ ডিস্ট্রিক্ট ফিশারি ডেভেলপমেন্ট অফিসার, ২৬ ও ২৭ পূর্ত বিভাগের ভবন শাখার অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কার্যালয়ে এবং ২৮ নম্বর ওয়ার্ডটির জন্য ওয়াটার রিসোর্স ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার শুভঙ্কর হাজারিকার কার্যালয়টি দাবি ও আপত্তি দাখিলের নির্ধারিত স্থান হিসেবে থাকছে বলে জানিয়ে দেওয়া হয়েছে।
সোনাই পুরসভার ওয়ার্ড ১, ২, ৩ ও ৪-র জন্য দাবি-আপত্তি ডেজিগনেটেড অফিসার সোনাইয়ের ওয়াটার রিসোর্স বিভাগের অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বদরুল হক লস্করের কার্যালয় দাখিল করা যাবে। ওয়ার্ড নম্বর ৫,৬,৭,৮ এর জন্য মহকুমা কৃষি আধিকারিক এন্ সি দাস এর কার্যালয় এবং ওয়ার্ল্ড নম্বর ৯,১০ ও ১১ এর জন্য ডেজিগনেটেড অফিসার সোনাই বিডিও অফিসের এইই আনোয়ার হোসেন মজুমদার এবং দাবি-আপত্তি দাখিলের স্থান সোনাই সার্কেল অফিসারের কার্যালয়।