NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News

শিলচর এসসি-ই হল, খসড়াই চূড়ান্ত রূপ পেল

ওয়েটুবরাক, ১১ আগস্ট : খসড়াই চূড়ান্ত রূপ পেল ৷ অসমে ডিলিমিটেশনের বিজ্ঞপ্তি জারি করল ভারতের নির্বাচন কমিশন৷ তাতে শিলচর লোকসভা আসনকে তফশিলি জাতির জন্য সংরক্ষিত করা হয়েছে৷ করিমগঞ্জ হয়েছে সংরক্ষণমুক্ত৷ সর্বাত্মক বরাক বনধ, শত শত দাবি-আপত্তি জানানোর পরও বরাক উপত্যকার আসন সংখ্যা ১৫ থেকে কমে ১৩-ই হলো৷ একই ভাবে শিলচর শহরের 1 থেকে 7 নং ওয়ার্ড উধারবন্দে যুক্ত করা হয়েছে৷ এর মধ্যে 5 নং ওয়ার্ড অবশ্য আগে থেকেই উধারবন্দ বিধানসভা আসনে ছিল৷ বড়জালেঙ্গা ব্লকের শিলকুড়ি, তরুতাজবাড়ি, ঘুংঘুর ও ভরাখাই জিপি এখন বড়খলায় যুক্ত হল৷

Rananuj

ভারতের নির্বাচন কমিশন শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে জানায়, অসমে ১৪টি লোকসভা আসন এবং ১২৬টি বিধানসভা আসনই থাকছে৷ তবে একটি লোকসভা ও ১৯টি বিধানসভা আসনের নাম বদলানো হয়েছে৷ বিধানসভায় তফশিলি জাতি ও তফশিলি জনজাতি সংরক্ষিত আসন বৃদ্ধি করা হয়েছে৷ ৮টির স্থলে ৯টি হচ্ছে তফশিলি জাতি সংরক্ষিত এবং ১৬ থেকে বেড়ে ১৯টি হচ্ছে জনজাতি সংরক্ষিত আসন৷ ১৪টি লোকসভা আসনের মধ্যে আগের মতোই ১টি তফশিলি জাতি এবং ২টি জনজাতিদের সংরক্ষিত থাকছে৷ ২০০১ সালের জনগণনার ভিত্তিতেই এই পুনর্বিন্যাস বলে জানিয়েছে কমিশন৷
শুনানিতে উত্থাপিত দাবি-আপত্তির ৪৫ শতাংশ কার্যকর করা হয়েছে বলে জানালেও অধিকাংশ সংগঠনের অভিযোগ, খসড়ায় তেমন কোনও পরিবর্তন করা হয়নি৷

এতদিন বরাক উপত্যকা থেকে বিধানসভা আসনের ক্রমিক নম্বর শুরু হচ্ছিল৷ ডিলিমিটেশন চূড়ান্ত হওয়ার পর এখন বরাক উপত্যকা থেকে ক্রমিক নম্বর শেষ হবে৷ কাছাড় জেলায় 114 লক্ষীপুর, 115 উধারবন্দ, 116 কাটিগড়া, 117 বড়খলা, 118 শিলচর, 119 সোনাই এবং 120 ধলাই (এসসি সংরক্ষিত)৷ হাইলাকান্দি জেলার আসনগুলো 121 হাইলাকান্দি এবং 122 আলগাপুর-কাটলিছড়া৷ করিমগঞ্জ জেলায় 123 উত্তর করিমগঞ্জ, 124 দক্ষিণ করিমগঞ্জ, 125 পাথারকান্দি এবং 126 রামকৃষ্ণনগর (এসসি সংরক্ষিত)৷ খসড়ায় ধলাইর নাম বদলে দেওয়ার প্রস্তাব করা হয়েছিল এবং কাটলিছড়া পুরো বিলুপ্ত করা হয়েছিল৷ চূড়ান্ত তালিকায় ধলাইর নাম আগের মতোই রয়ে গিয়েছে৷ কাটলিছড়া বিলুপ্ত না হয়ে আলগাপুরের সঙ্গে জুড়ে গিয়েছে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker