NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News

শিলচর এনআইটিতে ছাত্রের আত্মহত্যা

ওয়েটুবরাক, ১৫ সেপ্টেম্বর : ফের এনআইটি পড়ুয়ার আত্মহত্যার ঘটনা ঘটল৷ এ বার শিলচর এনআইটির ছাত্রাবাস থেকে উদ্ধার হলো ছাত্রের ঝুলন্ত দেহ৷ পুলিশ জানিয়েছে, মৃত কজ ছিল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং তৃতীয় বর্ষের ছাত্র৷ বাড়ি অরুণাচল প্রদেশে৷

Rananuj

তার সহপাঠীদের অভিযোগ, এই ঘটনার জন্য তাঁর এনআইটি কর্তৃপক্ষ দায়ী৷ করোনার সময় বাড়ি গিয়ে ইন্টারনেট সংযোগে সমস্যার দরুন কজ নিয়মিত অনলাইন ক্লাশে উপস্থিত থাকতে পারেনি৷ সে জন্য বিভিন্ন বিষয়ে তাঁকে অনুত্তীর্ণ বা ব্যাক দেখানো হয়৷ এ ব্যাপারে তিনি বারবার ডিন এবং শিক্ষকদের একটা উপায় বার করার আর্জি জানাচ্ছিলেন৷ কিন্তু সাড়া মিলছিল না৷ শুক্রবার বিকালেও ডিনের সঙ্গে সাক্ষাৎ করেন৷ হতাশ হয়েই ফিরতে হয় তাঁকে৷

সহপাঠীরা বলেন, সেখান থেকে হোস্টেলে ফিরেই দরজা বন্ধ করে দেন কজ৷ একটু পরেই তাদের সন্দেহ হয়৷ ডাকাডাকি করলেও সাড়া মেলেনি৷ শেষে জানালার উপর দিয়ে উঁকি দিয়ে তাঁকে ঝুলতে দেখেন তাঁরা৷

ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা এনআইটি চত্বরে বিক্ষোভ প্রদর্শন করছেন৷ কর্তৃপক্ষ কোনও মন্তব্য করছেন না৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker