Barak UpdatesHappenings
শিলচর ইসকন মন্দিরেও রথযাত্রা স্থগিত, হল নিয়মরক্ষার পূজাপাঠ
২৩ জুন : করোনা সংকটের বর্তমান পরিস্থিতিতে শিলচর ইসকন মন্দিরের রথযাত্রা প্রথমবারের জন্য স্থগিত রাখা হয়েছে। তবে রথের চাকা না ঘুরলেও ধর্মীয় আচার অনুষ্ঠান মেনে মন্দির প্রাঙ্গণেই রথযাত্রা সম্পন্ন হয়েছে। শিলচর ইসকন মন্দিরের সম্পাদক নির্ভয় দাস মহারাজ জানান, করোনা মহামারির জন্য এ বার কাছাড় জেলা প্রশাসন ৫০ জন ভক্তকে নিয়ে রথযাত্রা সম্পন্ন করার পরামর্শ দিয়েছিল।
কিন্তু রথ রাস্তায় বেরোনোর পর জনগণের ভিড় সামাল দেওয়া যাবে না বলে এ বার মন্দির প্রাঙ্গণেই রথযাত্রার আনুষ্ঠানিক নিয়ম পালন করা হয়েছে। এ দিকে শিলচর গৌড়ীয় মঠ, গোপাল আখড়া, শ্যামসুন্দর মন্দিরেও এ বছর রথ্যাত্রা স্থগিত রাখা হয়েছে।