Barak UpdatesCulture
শিলচর ইয়ুথ কয়্যারের বিশ্ব সঙ্গীত দিবস পালন
ওয়ে টু বরাক, ২৩ জুন : শুক্রবার এক ঘরোয়া পরিবেশে শিলচর ইয়ুথ কয়্যারের কার্যালয়ে সন্ধ্যা ৬টা থেকে বিশ্ব সঙ্গীত দিবস পালন করা হয়েছে। ২১ জুন গোটা পৃথিবী জুড়ে বিশ্ব সঙ্গীত দিবস পালন করা হয়। এর অঙ্গ হিসেবে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রথমে বিশ্ব সঙ্গীত দিবস উপলক্ষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সংস্থার সদস্যরা। এরপর একে একে সঙ্গীত পরিবেশন করেন অনন্যা ভট্টাচার্য, অপর্ণা বৈদ্য, শংকর বিশ্বাস, শ্রোতসামস্মি শর্মা, সমর দেব, পণ্ডিত নরহরি দেব, ইক্সিতা দত্ত, অভিষেক পাল, ঝুমা চৌধুরী, শিবশঙ্কর ধর এবং আমন্ত্রিত শিল্পী প্রাক্তন শিক্ষাবিদ দেবাশিস দাস, সঙ্গীত শিল্পী শিখা দেব। অনুষ্ঠানে সমবেত সঙ্গীত পরিবেশন করেন শিলচর ইয়ুথ কয়্যারের শিল্পীরা।
এ দিন সঙ্গীত দিবসের তাৎপর্য বর্ণনা করতে গিয়ে শিলচর ইয়ুথ কয়্যারের সাধারণ সম্পাদক সন্তোষ চন্দ বলেন, ফরাসি ভাষায় ফেতে ডে লা মিউজিক-আর বাংলায় বিশ্ব সঙ্গীত দিবস। ২১ জুন পালিত হয় বিশ্ব সঙ্গীত দিবস ৷ বহু বছর ধরেই এই দিনে ঐতিহ্যবাহী মিউজিক ফেস্টিভ্যালের আয়োজন করছে ফ্রান্স। এভাবে ১৯৮২ সালে এই ফেস্টিভ্যাল ‘ওয়ার্ল্ড মিউজিক ডে’-তে রূপ নেয়। ‘গান হতে হবে মুক্ত; সংশয়হীন’- এই স্লোগানকে সামনে রেখেই বিশ্বের ১১০টি দেশ যোগ দেয় এই আন্দোলনে। বহু বছরের পথ পরিক্রমায় আন্তর্জাতিক মাত্রা পায় এটি। আর বিশ্বের বিভিন্ন দেশে, স্থানীয়ভাবে অথবা ফরাসি দূতাবাসের সহায়তায় জুনের ২১ তারিখে পালন করা হয় ‘ওয়ার্ল্ড মিউজিক ডে’।
এ দিন ইয়ুথ কয়্যারের অনুষ্ঠানে যন্ত্র সঙ্গীতে সহযোগিতা করেন তবলায় সন্তোষ চন্দ, গিটারে শংকর বিশ্বাস, হারমোনিয়ামে শিবশংকর ধর,পারকাশনে শ্রোতসামস্মি শর্মা এবং অভিষেক পাল।