২৭ ফেব্রুয়ারিঃ শিলচর বিধানসভা আসন নারীশক্তির পরিচায়ক হয়ে উঠেছে। এখানে মহিলা ভোটাররা পুরুষদের ছাপিয়ে গিয়েছেন।মোট ২ লক্ষ ২৯ হাজার ১৪০ ভোটারের মধ্যে ১ লক্ষ ১৬ হাজার ১৮৩ জন মহিলা। পুরুষ ১ লক্ষ ১২ হাজার ৯৪৭ জন।শতাংশের বিচারে মহিলারা ৫০.৭ শতাংশ। কাছাড় জেলার সাত আসনে মোট ভোটার ১২ লক্ষ ৫৭ হাজার ৪৫৯ জন। তাঁদের মধ্যে পুরুষ ৬ লক্ষ ৩৮ হাজার ৬৩৫ জন। মহিলা ভোটারের সংখ্যা ৬ লক্ষ ১৮ হাজার ৭৬২ জন।
জেলায় মহিলারা মোট ভোটারের ৪৯.২ শতাংশ।শতাংশের বিচারে শিলচরে সবচেয়ে বেশি মহিলা ভোটার, আর সবচেয়ে কম ধলাই বিধানসভা আসনে। সেখানে তাঁরা ৪৮.২৭ শতাংশ। এ ছাড়া, কাছাড়ের সাত আসনে রূপান্তরকামী ভোটার রয়েছে ৬২ জন। তাদের সংখ্যা সবচেয়ে বেশি লক্ষীপুর আসনে, ১৪ জন। সবচেয়ে কম ধলাইয়ে ৩ জন।শিলচর আসনে এরা ১০ জন।