Barak UpdatesHappeningsBreaking News
শিলচর অন্নপূর্ণাঘাটে জল বাড়ছে ঘণ্টায় ১ সেমি
১৬ মে : টানা বৃষ্টিতে বরাক নদীর জলস্তর ক্রমশ বাড়ছে। আর এতে বহু নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। আজ সকাল ন’টা পর্যন্ত শিলচর অন্নপূর্ণাঘাটে বরাক নদীর জলস্তর প্রতি ঘণ্টায় ৪ সেমি করে বাড়লেও এখন এই জলস্তর বৃদ্ধির হার কমে এসেছে। শেষ পাওয়া খবরে জানা গেছে, সোমবার বিকেল ৩টায় অন্নপূর্ণাঘাটে বরাক নদীর জলস্তর বেড়ে দাড়িয়েছে ২০.৫৯ মিটার। এখন জল বাড়ছে প্রতি ঘণ্টায় ১ সেমি। দুপুর ১২টা পর্যন্ত ২ সেমি করে বাড়লেও এরপর থেকে তা কমে এসেছে।
এদিকে বিভাগের পক্ষ থেকে পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টা নাগাদ বরাক নদীর জল বেড়ে ২০.৬১ মিটার হওয়ার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, শিলচর অন্নপূর্ণাঘাটে নদীর বিপদসূচক চিহ্ন ১৯.৮৩ মিটার গতকালই অতিক্রম করেছে। আজ এ পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে ৬.৪০ মিলিমিটার।