NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
শিলচরে সিআরইউর সম্মেলন, সারস্বতই সম্পাদক
ওয়েটুবরাক, ৩ জানুয়ারি : দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে গতকাল রবিবার সিটু অনুমোদিত মেডিক্যাল অ্যান্ড সেলস্ রিপ্রেজেন্টেটিভদের ইউনিয়ন সিআরইউ-র কাছাড় জেলা কমিটির পঞ্চম ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়৷ ইটখলা রোডস্থিত ইউনিয়ন কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত সম্মেলনের শুরুতে পতাকা উত্তোলন এবং শহিদ বেদীতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। সিআরইউ এবং সিটুর পতাকা উত্তোলন করেন যথাক্রমে সিআরইউ জেলা সভাপতি ত্রিদিব পাল এবং সিটুর কাছাড় জেলা সভাপতি সমীরণ আচার্য । তারপর ত্রিদিব পালের সভাপতিত্বে সম্মেলনের কাজ শুরু হয়।
প্রথমে শহিদদের শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করার পর উদ্বোধনী ভাষণ দেন সিটু নেতা সমীরণ আচার্য । তিনি বর্তমান বিজেপি সরকারের আমলে দেশে শ্রমিক শোষণ এবং পুঁজি মালিকদের তোষণের ভয়াবহ ছবি তুলে ধরেন এবং তার থেকে মুক্তির জন্য সর্বস্তরের শ্রমিকদের একত্রিত হয়ে অধিকার আদায়ের আন্দোলনে সামিল হতে আহ্বান জানান।তাছাড়াও ভ্রাতৃপ্রতীম সংগঠন ইডব্লুটিসিসি-র পক্ষ থেকে বক্তব্য রাখেন রামেন্দু শেখর চৌধুরী। সিটু নেতা সুপ্রিয় ভট্টাচার্য, সুব্রত রায়,পাভলভ লস্কর, রাজেশ সরকার প্রমুখও নিজেদের মতামত তুলে ধরেন।
ইউনিয়নের জেলা সম্পাদক সারস্বত মালাকার বিগত তিন বছরের কার্যকলাপের উপর লিখিত প্রতিবেদন পেশ করেন । আলোচনা, সমালোচনা এবং সুপরামর্শের মাধ্যমে সর্ব সম্মতিক্রমে আগামী তিন বছরের জন্য কিছু কর্মসূচি গ্ৰহণ করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো অস্বাভাবিক দ্রব্য মূল্য বৃদ্ধি, ওষুধের অনলাইন মার্কেটিং ইত্যাদি। শেষে অশোক ভাওয়ালকে সভাপতি এবং সারস্বত মালাকারকে পুনরায় সম্পাদক নির্বাচিত করে ১৪ জনকে নিয়ে এক নতুন জেলা কমিটি করা হয় ।