Barak UpdatesHappeningsBreaking News

শিলচরে সম্মিলিত লোকমঞ্চের আগমনী অনুষ্ঠানে সাড়া

ওয়েটুবরাক, ১ অক্টোবরঃ রবিবার শারদ বন্দনায় সম্মিলিত লোকমঞ্চ দ্বারা আয়োজিত হয় আগমনী অনুষ্ঠান । শিলচর শহরের পার্ক রোড স্থিত সংগীত বিদ্যালয়ে সেদিন সন্ধ্যায় শুরুতে সংস্থার সাধারণ সম্পাদক ভাস্কর দাস সভার উদ্দেশ্য ব্যাখ্যা করেন। পরে সম্মিলিত লোকমঞ্চের শিল্পীদের পরিবেশনায় প্রখ্যাত শিল্পী মনোরঞ্জন মালাকারের লেখা ও সুর সম্বলিত “সম্মিলিত লোকমঞ্চ প্রেমের সারি বাইয়া রে–” উদ্বোধনী গান দিয়ে অনুষ্ঠান শুরু হয় ।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সম্মিলিত লোকমঞ্চের সভাপতি ডঃ অনুপ কুমার রায় বলেন, “আগমনী অনুষ্ঠান লোকসংগীতের একটি ধারা। সম্মিলিত লোকমঞ্চ লোকসংস্কৃতির চর্চা করতে গিয়ে এই ধারাকে এগিয়ে নিয়ে যেতে চাইছে।” তিনি বলেন, বরাকের লুপ্তপ্রায় লোকগানগুলিকে তুলে ধরার পাশাপাশি নতুন নতুন শিল্পীদের লোককণ্ঠ অনুষ্ঠানের মাধ্যমে গান পরিবেশন করার একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে সম্মিলিত লোকমঞ্চ। লোক সংস্কৃতির প্রচার প্রসার ও রক্ষণাবেক্ষণের জন্য তাঁদের প্রয়াস জারি রয়েছে।

অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি জাতীয় পুরস্কারপ্রাপ্ত অবসরপ্রাপ্ত শিক্ষক প্রণব ব্রহ্মচারী তাঁর ভাষণে বলেন, আগমনীর অর্থ আরাধনা তথা সংগীতের মাধ্যমে মা দুর্গাকে আহ্বান করা। তিনি তাঁর কলেজ জীবনে পড়াশোনার সময় শিলচর গুরুচরণ কলেজ সহ রামকৃষ্ণ মিশন রোড, ঝালুপাড়ায় কীভাবে রাত জেগে আগমনী অনুষ্ঠান করতেন, সেকথাগুলির স্মৃতি রোমন্থন করেন। তাঁরা যখন ভোর তিনটের সময় আগমনী অনুষ্ঠান করতেন তখন অনুষ্ঠান আরম্ভ হওয়ার আওয়াজ শুনে মানুষ ঘুম থেকে উঠে অনুষ্ঠানে যোগ দিতেন বলে জানান তিনি।

এদিনের অনুষ্ঠানে দীপা দাশগুপ্তের পরিচালনায় দীপা সাংস্কৃতিক সংস্থার শিল্পীরা পরিবেশন করেন সমবেত সংগীত । নৃত্য শিল্পী মধুমিতা ভট্টাচার্যের পরিচালনায় নৃত্যাঞ্জলি একাডেমীর শিপ্পীরা পরিবেশন করেন সমবেত নৃত্য। এছাড়াও সর্বশ্রী নাথের পরিচালনায় দুধপাতিল নাট্য ও সাংস্কৃতিক সংস্থার শিল্পীদের পরিবেশিত সমবেত নৃত্য উপস্থিত সকলের নজর কাড়তে সক্ষম হয়৷ এতে অংশগ্রহণকারী শিল্পীরা ছিলেন ঋতুপর্ণা নাথ, রিতীকা দেবনাথ ও স্বাগতা দেবনাথ । একক সংগীত পরিবেশন করেন সংগীতা নাথ ও সোমালি নাথ।

এদিনের বিশেষ আকর্ষণ হিসাবে গীতিআলেখ্য ‘আগমনী’ পরিবেশিত হয়। সংকলনে ছিলেন সম্মিলিত লোকমঞ্চের সহ-সভাপতি সুপ্রদীপ দত্তরায়, ভাষ্যপাঠে ছিলেন স্মৃতি দাস। গীতিআলেখ্য সহ উদ্বোধনী সংগীতে অংশগ্রহণকারী শিল্পীরা হলেন পণ্ডিত অনিমেষ দেব, মঙ্গলা নাথ, গৌতম সিনহা, মনিমিতা গোস্বামী, রাজশ্রী নাথ, কল্যাণী দাম, ঝিমলি নাথ, অমিতা নাথ, শুক্লা নাথ, জয়শ্রী নাথ ও গৌরী নাথ। বাদ্যযন্ত্রে ছিলেন তবলায় ভাস্কর দাস, কিবোর্ডে বিশ্বরূপ গোস্বামী, দোতারায় শ্রীবাস সূত্রধর, পার্কাসনে জলি শুক্লবৈদ্য।

উল্লেখ্য এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিলচর সংগীত বিদ্যালয়ের অধ্যক্ষ নন্দিনী চক্রবর্তী, কবি আরতি দাস, সম্মিলিত লোকমঞ্চের সাংস্কৃতিক সম্পাদক কানাইলাল দাস, যুগ্ম সম্পাদিকা অঙ্কিতা ভট্টাচাৰ্য, প্রচার সম্পাদক কমলেশ দাশ, বরিষ্ঠ সদস্য দীপক নাথ, সুদর্শন ধর, সমাজসেবী শেখর গুপ্ত প্রমুখ। গোটা অনুষ্ঠান সঞ্চালনা করেন দিগ্বিজিতা নাথ। এক প্রেস বিবৃতিতে সংস্থার প্রচার সম্পাদক কমলেশ দাশ এ খবর জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker