Barak UpdatesHappenings
শিলচরে শিক্ষা বিকাশ পরিষদের বার্ষিক সাধারণ সভা
ওয়ে টু বরাক, ১৪ নভেম্বর : রবিবার দক্ষিণ শিলচর সরস্বতী বিদ্যানিকেতনে অনুষ্ঠিত হল শিক্ষা বিকাশ পরিষদ, দক্ষিণ আসাম প্রান্তের বার্ষিক সাধারণ সভা। এ উপলক্ষে এ দিন প্রদীপ প্রজ্বলন করে সভার শুভারম্ভ করেন বিদ্যাভারতী পূর্বোত্তর ক্ষেত্রের সংগঠন মন্ত্রী ড. পবন তেওয়ারি। সঙ্গে উপস্থিত ছিলেন শিক্ষা বিকাশ পরিষদের দক্ষিণ আসাম প্রান্তের মার্গদর্শক বিমল নাথ চৌধুরী। এ দিনের সভায় পৌরোহিত্য করেন শিক্ষা বিকাশ পরিষদের সভাপতি অধ্যাপক নিখিল ভূষণ দে।
সভার শুরুতে পরিবেশিত হয় সরস্বতী বন্দনা। পরে বিভিন্ন সময়ে পরলোকগত সংগঠনের বিভিন্ন কার্যকর্তাদের উদ্দেশ্য শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। এরপর বিগত সভার প্রস্তাব পাঠ ও অনুমোদন করা হয়। সভায় সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন শিক্ষা বিকাশ পরিষদের সম্পাদক নীহারেন্দু ধর। এরপর সর্বসম্মতিক্রমে বিগত বছরের অডিট রিপোর্ট ও আগামী বছরের বাজেট অনুমোদন করা হয়।
সভায় উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করেন বিদ্যাভারতী পূর্বোত্তর ক্ষেত্রের সংগঠন মন্ত্রী ড. পবন তেওয়ারি, পূর্বোত্তর ক্ষেত্রের কার্যকরী সমিতির সদস্য যোগেন্দ্র সিং সিসোদিয়া, রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের দক্ষিণ আসাম প্রান্তের কার্যবাহ সুভাষ চন্দ্র নাথ, শিক্ষা বিকাশ পরিষদের সংগঠন মন্ত্রী মহেশ ভাগবত প্রমুখ।
এ দিনের সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা বিকাশ পরিষদের সাধারণ সভার সদস্য/সদস্যা এবং বিভিন্ন বিদ্যালয় থেকে আসা বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি, সম্পাদক এবং প্রধান আচার্য/আচার্যা গণ। শেষে বন্দেমাতরম রাষ্ট্র গীতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।