Barak UpdatesHappeningsCultureBreaking News
শিলচরে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের সেন্টার খোলার দাবিপ্রস্তাব দিল্লিতে গেল
ওয়েটুবরাক, ২৯ জুলাই : শিলচরে ভূপেন হাজরিকা রিজিওনাল গভর্নমেন্ট ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের সেন্টার খোলার দাবিপ্রস্তাবে সায় জানাল রাজ্য সরকার৷ গত ২ জুলাই আসাম সরকারের সাংস্কৃতিক সঞ্চালকালয়ের অ্যাডিশনাল সেক্রেটারি দিল্লির সংগীত নাটক অ্যাকাডেমির সেক্রেটারির উদ্দেশে স্থানীয় জনতার দাবিপত্রগুলো প্রেরণ করেন এবং চিঠি পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আসাম সরকারের পক্ষ থেকে অনুরোধ করেন৷
প্রসঙ্গত, কালচারাল ইউনিট এবং নৃত্যশিল্পী সৌমিত্র শঙ্কর চৌধুরী গত ১৮ এপ্রিল কাছাড়ের জেলাশাসকের কাছে শিলচরে ভূপেন হাজরিকা রিজিওনাল গভর্নমেন্ট ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের সেন্টার খোলার জন্য পৃথক দাবিপত্র পেশ করেছিল।