NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News

শিলচরে দায়িত্ব নিলেন আসাম রাইফেলসের নয়া আইজি নাম্বিয়ার

ওয়েটুবরাক, ২৭ আগস্ট : আসাম রাইফেলস (ইস্ট)-এর নতুন ইন্সপেক্টর জেনারেল হিসাবে শিলচর শ্রীকোণায় এসে দায়িত্বভার গ্রহণ করলেন যোধ সেবা পদক ও সেনা পদকে সম্মানিত মেজর জেনারেল বিনোদকুমার নাম্বিয়ার৷ তিনি শনিবার মেজর জেনারেল রঞ্জিত সিংয়ের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেছেন৷ ত্রিপুরা, মিজোরাম, দক্ষিণ অসম ও মণিপুরের একাংশকে নিয়ে গঠিত আসাম রাইফেলস (ইস্ট)৷ এই অঞ্চলে কৃতিত্বের সঙ্গেই কাজ করে গিয়েছেন মেজর জেনারেল রঞ্জিত সিং৷

Rananuj

মেজর জেনারেল নাম্বিয়ার ওয়েলিংটনের ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি নেন৷ পরে মৌ স্থিত আর্মি ওয়ার কলেজ থেকে বিভাগীয় উচ্চশিক্ষা গ্রহণ করেন৷ আমেরিকায় গিয়েও তিনি ন্যাশনাল ডিফেন্স করেছেন৷ নাম্বিয়ার কারগিলের অপারেশন বিজয়ে অংশ নেন৷ এ ছাড়া যোগ দেন অপারেশন রক্ষক এবং অপারেশন পরাক্রমেও৷ জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় তিনি একটি ব্রিগেডের নেতৃত্ব দিয়েছেন অনেকদিন৷ তাঁকে এ দিন শ্রীকোণায় আসাম রাইফেলস (ইস্ট)-এর নতুন ইন্সপেক্টর জেনারেল হিসাবে অফিসার এবং জওয়ানরা আনুষ্ঠানিক ভাবে স্বাগত জানান৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker