NE UpdatesBarak UpdatesHappeningsCultureBreaking News
শিলচরে তিন দিনের থিয়েটারের পৌষ পরব, শুরু ১৭ ডিসেম্বর
ওয়েটুবরাক, ১১ ডিসেম্বর : দীৰ্ঘদিন পর নাট্য পরিবেশ ফিরছে শহর শিলচরে৷ আজকের প্ৰজন্ম থিয়েটার ও রেস থিয়েটারের যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছে তিন দিনের এক নাট্য উৎসব৷ ১৭ থেকে ১৯ ডিসেম্বর শিলচর গান্ধীভবনে অনুষ্ঠেয় এই নাট্য উৎসবের নামকরণ করা হয়েছে ‘থিয়েটারের পৌষ পরব’৷ এতে মোট সাতটি দল অংশ নিলেও তিনদিনে মঞ্চস্থ হবে ৮টি প্ৰযোজনা৷ সম্পূৰ্ণ কোভিড বিধি ও নীতি নিৰ্দেশিকা মেনেই এর আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজক কমিটির আহ্বায়ক ডঃ ইন্দ্ৰনীল দে৷
কোভিডের জন্য গত দেড় বছরেরও বেশি সময় ধরে এই অঞ্চলের নাট্যচৰ্চা স্তিমিত হয়ে পড়েছে৷ এর ওপর জেলা গ্ৰন্থাগার প্ৰেক্ষাঘর না থাকায় প্রযোজনা মঞ্চায়নে বাড়তি আর্থিক বোঝা পড়েছে নাট্য দলগুলির মাথায়৷ তাই কার্যত স্তব্ধ হয়ে রয়েছে নাট্যচর্চা। মূলত এসব কথা মাথায় রেখেই বরাকের ছয়টি দলকে নিয়ে সাজানো হয়েছে থিয়েটারের পৌষ পরবের ছক৷ এতে একটি দল আসছে পাশ্ববৰ্তী রাজ্য ত্ৰিপুরার ধৰ্মনগর থেকে৷
আয়োজক কমিটির যুগ্ম আহ্বায়ক সায়ন বিশ্বাস জানান, গান্ধীভবনের প্ৰেক্ষাঘরটি সেই অৰ্থে থিয়েটারের অনুকূল না হলেও মঞ্চ-নাটকের উপযোগী করে তুলেই হবে নাট্য উৎসবটি৷ ১৭ ডিসেম্বর শুক্রবার এই থিয়েটার পরবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবৰ্তী৷ এদিন করিমগঞ্জ জেলার দুই ও লক্ষীপুর অঞ্চলের এক তরুণ নাট্য পরিচালকও থাকবেন বিশেষ অতিথি হিসেবে৷ তাদের জানানো হবে সম্মননাও৷
প্ৰথমদিনের মঞ্চটি উৎসৰ্গ করা হবে পয়লাপুলের রেস থিয়েটারের প্ৰয়াত নাট্যকৰ্মী শ্যামল রায়ের উদ্দেশে৷ এদিন নাটক পরিবেশন করবে ধৰ্মনগরের লাৰ্নাৰ্স ও হাইলাকান্দির বিবৰ্তন থিয়েটার গ্ৰুপ৷ পরের দিনের মঞ্চ উৎসৰ্গ করা হবে শনবিল কালীবাড়ি অঞ্চলের প্রয়াত শিক্ষক তথা শিল্পী সুশীল চন্দ্ৰ দাসের উদ্দেশে৷ শনিবার, দ্বিতীয় দিনে প্ৰযোজনা রয়েছে আজকের প্ৰজন্ম থিয়েটার, রেস থিয়েটার ও শিলচর কালচার্যাল ইউনিটের৷ তৃতীয় তথা শেষদিনের মঞ্চ উৎসৰ্গ করা হবে তরুণ সংঘের প্ৰাক্তন সম্পাদক তথা বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক তাপসকান্তি মজুমদারের স্মৃতিতে৷ এদিন নাটক রয়েছে আজকের প্ৰজন্ম থিয়েটার, গণ-সুর ও শিলচর নান্দনিকের৷
এখানেই শেষ নয়, উৎসবের প্ৰতিটি বিকেলে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান৷ থিয়েটারের পৌষ পরবকে সফল করে তুলতে এরই মধ্যে আরও কিছু পরিকল্পনা নিয়েছে রেস থিয়েটার ও আজেকর প্ৰজন্ম৷