Barak UpdatesHappeningsBreaking News
শিলচরে গণনা শেষ হতে গভীর রাত : জেলাশাসক
২ মে ঃ কাছাড় জেলার ৭টি বিধানসভা কেন্দ্রের ভোটগণনা পর্ব নেট্রিপে জোরকদমে এগিয়ে চলেছে। কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে ভোটকর্মীরা গণনা চালিয়ে যাচ্ছেন। শিলচর আসনে সরকারিভাবে মাত্র দুটি রাউন্ডের ফলাফল প্রকাশ করা হলেও বেসরকারিভাবে প্রাপ্ত খবরে জানা গেছে, বর্তমানে অষ্টম রাউন্ডের গণনা চলছে। শিলচর আসনের গণনা শেষ হতে যে তুলনামূলক দেরি হবে তা কার্যত জেলাশাসকের কথাতেই স্পষ্ট হয়ে উঠেছে।
জেলাশাসক কীর্তি জল্লি বলেন, শিলচর আসনে সবথেকে বেশি পোলিং স্টেশন রয়েছে, ফলে ২৫টি রাউন্ডে গণনা হবে। একটি রাউন্ডে আধঘণ্টা করে সময় লাগলেও ১৩ ঘণ্টা যাবে। এর মধ্যে ভোট কর্মীদের জন্য খাবারের বিরতিও থাকবে। স্বাভাবিকভাবেই শেষ হতে অনেক দেরি হবে। জেলাশাসক বলেন, ভোটের ফল প্রকাশ হতে হতে শেষ রাত পারে। জেলাশাসক বলেন, এই দেরির জন্য সেকেন্ড শিফট পোল পার্সনদের রেডি করা হয়েছে। প্রথম যে ভোটকর্মীরা গণনায় রয়েছেন, তাঁরা সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত থাকবেন। পরের ব্যাচ ৮টা থেকে ভোট গণনার শেষ পর্যন্ত থাকবেন। তাঁর কথায়, ভোটকর্মীরা যাতে পরিশ্রম ও গরমের জন্য গণনায় ভুল-ত্রুটি না করেন, সেজন্য দুটি শিফটে তাদের রাখা হয়েছে।
এ দিকে কিছুক্ষণ আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শিলচর আসনের প্রার্থী দীপায়ন চক্রবর্তী বলেছেন, বর্তমানে তিনি ১৫ হাজার ভোটে এগিয়ে রয়েছেন। আশাপ্রকাশ করে বলেন, তিনি ৪০ হাজার ভোটে জয়ী হবেন। কাউন্টিং হলেই এক আলাপচারিতায় দীপায়ন বলেন, ‘ভেবেছিলাম দিলীপদা ( নির্দল প্রার্থী দিলীপ কুমার পাল) ৭ থেকে ৮ হাজার ভোট পাবেন। এখন দেখছি তাও তিনি পাবেন না।’