Barak UpdatesHappeningsBreaking News

শিলচরে এসে মমতা বারবার বললেন সন্তোষমোহনের কথা

ওয়েটুবরাক, ১৭ এপ্রিল : অসমের শিলচরে নির্বাচনী জনসভায় এসে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষমোহন দেবের কথা উল্লেখ করেন৷ তিনি বলেন, সন্তোষদা না থাকলেও আমি আজও তাঁদের পরিবারেরই একজন বলে মনে করি৷ সুস্মিতাকে সাংসদ করা হয়েছে, আপনাদের গর্বের কথা৷ বক্তৃতার একেবারে শেষদিকে জোড়াফুলে ভোট চেয়ে মমতার আহ্বান, “আপনারা ভোট না দিতেই আমি সন্তোষদার মেয়েকে দুইবার সাংসদ করেছি৷ এ বার ভোট দিয়ে দেখুন, অসমের জন্য আরও কী কী করি৷” প্রসঙ্গক্রমে আর একবার শোনান, তিনি সন্তোষমোহন দেব ও মনোরঞ্জন ভক্ত মিলে ত্রিপুরা থেকে বামেদের বিদায় করেছিলেন৷

মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সারা ভাষণ জুড়ে একদিকে বাঙালি আবেগকে তাতিয়ে দিয়েছেন,  অন্যদিকে মিলেমিশে থাকার কথায় গুরুত্ব দিয়েছেন৷ বঙ্গভাষীপ্রধান শিলচরে এসেও তাই রিপুণ বরাকে বললেন, আমি অসমিয়া কিছু বলতে পারি৷ আচিক জেমির দিকে তাকিয়ে শোনালেন, নাগাদের ভাষাও পারি৷ আবার আধঘণ্টার বক্তৃতাশেষে “শুনছনি গো প্রাণসজনি” গানের সঙ্গে ধামাইল নাচ যখন চলছিল, তিনি বিহু এবং মণিপুরি নৃত্যশিল্পীদেরও এগিয়ে দেন৷ নিজেও সকলের সঙ্গে পা মেলান৷ আবার বিহুগানের সঙ্গেও বাঙালি-মণিপুরি সবাইকে নিয়ে নাচতে থাকেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker