HappeningsCultureBreaking News

শিলচরে এনএসডি, সংগীত নাটক অ্যাকাডেমির সেন্টার চেয়ে মেঘাওয়ালকে দাবিপত্র

ওয়েটুবরাক, ৩ সেপ্টেম্বর : কেন্দ্রীয় সরকারের সাংস্কৃতিক মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন সেন্টার শিলচরে খোলার জন্য জোরালো দাবি উঠেছে৷ বেশ কিছুদিন ধরেই এ নিয়ে লেখালেখি চলছে৷  কেন্দ্রীয় সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘাওয়াল শিলচরে এলে শনিবার সকালে তাঁর সঙ্গে দেখা করে এ সংক্রান্ত আর এক গুচ্ছ দাবিপত্র পেশ করা হয়৷  শিলচর কালচারাল ইউনিট এবং ভিশন এস ২৫ নাগরিক কমিটি শিলচরে এনএসডি, সংগীত নাটক অ্যাকাডেমি, নর্থ ইস্ট জোনাল কালচারাল সেন্টার, সিসিআরটি প্রভৃতি সেন্টার খোলার জন্য আর্জি জানায়৷

শিলচরে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট খোলার জন্য ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্দেশ্যে আসাম সরকার পাঠানো চিঠির প্রতিলিপিও এ দিন তাঁর হাতে তুলে দেওয়া হয়। উল্লেখিত সেন্টারগুলো শিলচরে খোলার পক্ষে যুক্তি তুলে ধরেন নৃত্যশিল্পী সৌমিত্র শংকর চৌধুরী।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker