Barak UpdatesHappeningsCultureBreaking News
শিলচরের ৫ নাট্য সংগঠনকে ১০ হাজার টাকা করে আর্থিক সাহায্য ট্রাস্টের
ওয়ে টু বরাক, ৮ জুন : নাট্যচর্চায় উৎসাহ জোগাতে বিশেষ উদ্যোগ। শিলচরের ৫টি নাট্যদলকে এককালীন ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা করল সোশ্যাল কালচারাল এডুকেশনাল অ্যান্ড স্পোর্টস ডেভেলপমেন্ট ট্রাস্ট। শুক্রবার এক অনুষ্ঠানে এই ৫টি দলের প্রতিনিধিদের হাতে এই অর্থ তুলে দেওয়া হয়। এই অর্থ তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন সাংসদ সুস্মিতা দেবও।
সাংসদ দেবই এই ট্রাস্টের চেয়ারপার্সন। উপত্যকায় নাট্য চর্চায় বিশেষ ভূমিকা নেওয়ার জন্য ট্রাস্টের পক্ষ থেকে এই সহায়তার হাত বাড়িয়ে দেওয়া হয়। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা শাখা বঙ্গভবনে ‘এ মাসের নাটক’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করে। সংশ্লিষ্ট নাট্যদলকে বঙ্গভবনের ভর্তুকি-ভাড়া বাবদ দশহাজার টাকা করে দিতে হয়৷ ওই টাকাটাই ডিসেম্বর ২০২৩ থেকে নভেম্বর ২০২৪ পর্যন্ত এক বছরের জন্য প্রদানের সিদ্ধান্ত নেয় ট্রাস্ট৷
ট্রাস্ট এ দিন প্রথম ধাপে প্রথম ৫ মাসের ৫টি নাট্যদলকে এই অর্থ দিয়েছে। দ্বিতীয় পর্বে আরও কয়েকটি নাট্য গোষ্ঠীকে এই সহায়তা প্রদান করা হবে। প্রথম যে দলগুলো ১০ হাজার টাকা করে পেয়েছে, তাদের মধ্যে রয়েছে শিলচর কালচারাল ইউনিট, সারস্বত, রূপম সাংস্কৃতিক সংস্থা, আজকের প্রজন্ম এবং পূবালী। শিলচরের রাজীব ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে এই নাট্যদলগুলোর কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে ছিলেন পার্থরঞ্জন চক্রবর্তী, শান্তনু সেনগুপ্ত, রাজেশ দেব, সঞ্জীব রায়, দীপঙ্কর দেব, সুপ্রিয় চক্রবর্তী, সুব্রত রায়, অভিজিত ধর, শৈবাল গুপ্ত প্রমুখ।