Barak UpdatesHappeningsBreaking News

শিলচরের লজ থেকে গ্রেফতার দুই মহিলা সহ ৩ জন, বাজেয়াপ্ত ২ হাজার ট্যাবলেট

ওয়েটুবরাক, ২৪ জুন: শিলচরের এক লজে তল্লাশি চালিয়ে দুই হাজার মাদক ট্যাবলেট বাজেয়াপ্ত করেছে পুলিশ৷ গ্রেফতার করা হয়েছে তিন পাচারকারীকে৷ তাদের মধ্যে দুইজন মহিলা৷ তৃতীয় ব্যক্তি প্রাক্তন সেনাকর্মী, বর্তমানে এক ব্যাঙ্কে প্রহরীর কাজে নিযুক্ত৷

দুদিন আগে দুই মিজো মহিলা সাইথানপারি ও ভানলাল জৌনি হাইলাকান্দি রোডের সিটি লজে একটি রুম ভাড়া নেয়৷ কাল বুধবার ওই রুমে গিয়ে ওঠেন লালরুবোলা নামে আর একজন৷ তিনজনই মিজো জনগোষ্ঠীর৷ তবে ভানলাল বৈবাহিক সূত্রে দিসপুরের বাসিন্দা৷ বাকি দুইজনের বাড়ি আইজলে৷

গোয়েন্দা সূত্রে খবর পেয়ে ডিএসপি ডা. কল্যাণকুমার দাসের নেতৃত্ব পুলিশবাহিনী আজ দুপুরে নিউ সিটি লজের ওই রুমে তল্লাশি চালায়৷ বাজেয়াপ্ত করা হয় ২ হাজার ইয়াবা ট্যাবলেট৷  ১০টি পলিপ্যাকে ২০০টি করে৷

জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, লালরুবোলা প্রাক্তন সেনাকর্মী৷ এখন অ্যাক্সিস ব্যাঙ্কের প্রহরী৷ ধৃত মহিলাদ্বয় নিজেদের নির্দোষ দাবি করে বলে, তারা গুয়াহাটি এসেছে৷ মিজোরামে যাবে৷ লালরুবোলাকে পাঠানো হয়েছিল তাদের নিয়ে যাওয়ার জন্য৷ এর মধ্যে কাল এক মহিলার সঙ্গে লালরুবোলার কথা কাটাকাটি হয়৷ ওই মহিলা আজ দুপুরেও লজে এসে কথা বলে৷ এরাই ট্যাবলেটের ব্যাগটি রেখে গিয়েছে৷

পুলিশ জানিয়েছে, এ গুলি গল্পমাত্র৷ তিনজনই এক পাচার চক্রের সদস্য৷ আরও জিজ্ঞাসাবাদ চলছে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker