Barak UpdatesHappeningsBreaking News
শিলচরের গ্রামাঞ্চলেও পর্যাপ্ত ভ্যাকসিন চাই, জেলাশাসককে কংগ্রেসের স্মারকপত্র
ওয়েটুবরাক, ২৮ জুনঃ শিলচর শহরে ভ্যাকসিন প্রদানে বিশেষ কর্মসূচি পালন করা হলেও সংলগ্ন গ্রামগুলিতে ভ্যাকসিন মিলছে না। কোথাও একদিন ভ্যাকসিন হয়েছে, কোথাও হয়নি। অথচ করোনা শহর-গ্রাম সর্বত্র ছড়িয়ে পড়ছে। এ নিয়ে উদ্বেগে গ্রামীণ জনতা। কিন্তু প্রতিষেধক মিলছে না। এ ব্যাপারে শিলচর ব্লক কংগ্রেসের এক প্রতিনিধি দল আজ সোমবার জেলাশাসক কীর্তি জল্লির সঙ্গে সাক্ষাত করেন। স্মারকলিপি দিয়ে দাবি জানান, ১১টি পঞ্চায়েত এলাকাতেও পর্যাপ্ত ভ্যাকসিনের ব্যবস্থা করা হোক। গ্রাম ছাড়া যে শুধু শহরে ভ্যাকসিন দিয়ে কোনও লাভ হবে না, সে ব্যাপারে জেলাশাসককে অবগত করান তাঁরা। বলেন, শিলচর বিধানসভা আসনের গ্রামগুলি শহরের একেবারে গা ঘেষে। ফলে একই সঙ্গে শহর-গ্রামে প্রতিষেধক দেওয়া প্রয়োজন। তমালকান্তি বণিকের নেতৃত্বাধীন প্রতিনিধিদলটিকে জেলাশাসক আশ্বস্ত করেন, গ্রামেও শীঘ্র বিশেষ অভিযান শুরু হবে।
পাশাপাশি শিলচর শহর ও পার্শ্ববর্তী এলাকায় ক্রমবর্ধমান শিশু নির্যাতন, যৌন হেনস্থা ইত্যাদি ব্যাপারেও জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করেন তাঁরা৷ দোষীদের অতিসত্বর করায়ত্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা। প্রাক্তন পুর সভাপতি তমাল কান্তি বনিক ছাড়াও প্রতিনিধি দলে ছিলেন আজমল হোসেন লস্কর (সাধারণ সম্পাদক, শিলচর জিলা কংগ্রেস কমিটি), ইকবাল হোসেন লস্কর ( সভাপতি, শিলচর ব্লক কংগ্রেস কমিটি ), রুহুল আমিন লস্কর ( সাধারণ সম্পাদক, শিলচর জিলা কংগ্রেস কমিটি) গৌরব নাথ ( সাধারণ সম্পাদক, শিলচর ব্লক কংগ্রেস কমিটি ), শাহিরআহমেদ লস্কর ( সভাপতি মধুরবন্দ গ্রাম পঞ্চায়েত), রফি মজুমদার ( সাধারণ সম্পাদক শিলচর ব্লক কংগ্রেস কমিটি প্রমুখ।