Barak UpdatesHappeningsBreaking News
শিলচরের অসমী শারদীয়া মেলা পরিদর্শন শিক্ষামন্ত্রীর
২৭ সেপ্টেম্বর : রাজ্যের শিক্ষামন্ত্রী ডা: রণোজ পেগু মঙ্গলবার শিলচরে অনুষ্ঠিত অসমী শারদীয়া মেলা পরিদর্শন করেছেন। আত্ম সহায়ক গোষ্ঠীগুলির (এসএইচজি) দ্বারা উৎপাদিত সামগ্রী প্রদর্শনী ও বিক্রির জন্য শিলচরের সার্কিট হাউস রোডের হাসিখুশি ভবনে এই মেলা মঙ্গলবার থেকে শুরু হয়েছে।
আসাম রাজ্য জীবিকা মিশনের উদ্যোগে আয়োজিত এই মেলায় ঐতিহ্যবাহী তাঁত সামগ্রী, হস্তশিল্প সামগ্রী এবং সুস্বাদু খাদ্যদ্রব্যের প্রদর্শনী ও বিক্রির স্টল থাকছে। শুক্রবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এই মেলা।উল্লেখ্য মঙ্গলবার সকালে জেলা পরিষদের সভাপতি অমিতাভ রাই এই মেলার উদ্বোধন করেন।
শিক্ষামন্ত্রী পেগু এছাড়া মঙ্গলবার শিলচরে বিজেপি কার্যালয়ে দলীয় এক সভায় মিলিত হন। বুধবার তিনি করিমগঞ্জে গিয়ে ফিরে এসে শিলচরে বিকেল তিনটার সময় ফরেস্ট রাইট অ্যক্ট বাস্তবায়ন সম্পর্কিত একটি সভায় মিলিত হবেন। শিক্ষামন্ত্রী পেগু বৃহস্পতিবার হাইলাকান্দি সফর করে একটি দলীয় সভায় অংশ নিয়ে শিলচর ফিরে এসে গুয়াহাটি চলে যাবেন।