Barak UpdatesHappeningsBreaking News
শিলচরের অধিবেশনে আশাকর্মীদের প্রশংসায় ভাসালেন সবাই
ওয়েটুবরাক, ২৫ মার্চ: আশা অধিবেশনের মাধ্যমে আশাকর্মীদের তাদের কাজের প্রতি আরও উদ্বুদ্ধ করলেন জেলার যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডাঃ আশুতোষ বর্মণ। রবিবার শিলচর গান্ধীভবনে আশা অধিবেশন উপলক্ষে অনুষ্ঠিত সভায় ডাঃ বর্মণ বলেন, আশাকর্মীরা স্বাস্থ্য বিভাগের নিবেদিত প্রাণ। তাদের জন্যই জেলায় মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু অভাবনীয় হারে কমছে। অনেক ঘাত প্রতিঘাত, ঝড়, বৃষ্টি উপেক্ষা করে তারা অতি সাধারণ মানুষের পাশে দাঁড়ান। ফলে তাঁরা মানুষের বিশ্বাস ও আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। একেক এলাকায় একেকজন আশাকর্মী বিশ্বস্ত বন্ধু হয়ে দাঁড়িয়েছেন। স্বাস্থ্য সম্পর্কিত কোনও অসুবিধা হলে তারা প্রথমেই চিকিৎসকের কাছে না গায়ে আগে আশাকর্মীদের দ্বারস্থ হন। এটা কেবল কাজের নিরিখেই সম্ভব হয়েছে।
সম্মেলনে শিলচর আরবান পিএইচসি-র ভারপ্রাপ্ত আধিকারিক ডাঃ বুদ্ধদেব নাগ বলেন, স্বাস্থ্য বিভাগের পিলার হচ্ছেন আশাকর্মীরা। তাদের উপর ভর করেই বিভাগীয় সব কর্মসূচি বাস্তবায়িত হয়। একই বক্তব্য উপস্থাপন করেন লিঙ্করোডস্থ স্বাস্থ্য কল্যাণ কেন্দ্রের আধিকারিক ডাঃ পারমিতা চক্রবর্তী। এন এইচ এমের জেলা নগর সংযোজক ইন্দ্রজিৎ দে বলেন, আশাকর্মীদের জন্যই স্বাস্থ্য পরিষেবা এখন অনেক সহজ হয়ে গেছে। আগে হাসপাতালে যেতে অনেকেই ভয় পেতেন বিশেষ করে গরীব সাধারণ মানুষ, এখন আর তারা হাসপাতালমুখো হতে ভয় করেন না। অতিমারি কোভিড ও ভয়াবহ বন্যার সময় আশাকর্মীরা মুখ্য ভূমিকা পালন করেন বলে উল্লেখ করেন ইন্দ্রজিৎবাবু। কিলকারির ডিপিও হেমা ভৌমিক বলেন, মোবাইলের মাধ্যমে স্বাস্থ্য পরিষেবার খবর নির্দিষ্ট হিতাধিকারীর কাছে পৌঁছে দিতে মুখ্য ভূমিকা পালন করছেন তাঁরা। এই মূহুর্তে রাজ্যের মধ্যে শিলচর শীর্ষ স্থান দখল করতে সক্ষম হয়েছে।
এন এইচ এমের (শিশু/কিশোর -কিশোরী স্বাস্থ্য) সংযোজক ইকবাল বাহার লস্কর বলেন, আশাকর্মীদের কাজের মধ্যে অভুতপূর্ব এক আত্মতৃপ্তি রয়েছে। বিশেষ করে, মানুষের বিপদের সময়ে তারা সহযোগিতার কাজ করেন । যদিও তাদের এসব কাজের বিনিময়ে পারিতোষিক অনেকটা নগণ্য। তবে মূর্মুষূ কোনও মা অথবা শিশুকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যখন প্রাণ বাঁচাতে সহায়তা করেন, সেটা তাদের মানবিক সন্তুষ্টি দেয়।
জেলার সমাজ কল্যাণ বিভাগের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে ঘরোয়া বিবাদ, শিশু নির্যাতন, বাল্যবিবাহ, বরিষ্ট নাগরিক, সাইবার ক্রাইম ইত্যাদি নিয়ে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথোরিটি পক্ষে আইনজীবী টিঙ্কু বৈদ্য, ওয়ান স্টপ সেন্টারের প্রশাসনিক আধিকারিক রূপালী আকোড়া, ডিস্ট্রিক্ট হাব ফর উইম্যান এম্পায়ারমেন্ট আধিকারিক বনানী ভট্টাচার্য। অনুষ্ঠানে জেলার আশাকর্মীদের কাজের প্রতি উদ্বুদ্ধ করতে সংশাপত্র দিয়ে সম্মানিত করা হয়। সম্মানিত করা হয় সংশ্লিষ্ট এ এন এম, জি এন এম এবং অন্যান্য কর্মীদেরও। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর নগর স্বাস্থ্য কল্যাণ কেন্দ্রের ডাঃ দীপিকা সিনহা, শিলচর নগর স্বাস্থ্যকেন্দ্রের সালেক আহমেদ চৌধুরী, পিনাকপানি চৌধুরী প্রমুখ। সবশেষে অনুষ্ঠানকে নানা সাংস্কৃতিক কর্মসূচি দিয়ে মাতিয়ে তুলেন আশাকর্মীরা। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন নরসিংপুর স্বাস্থ্যকেন্দ্রের হেলথ এডুকেটর বিশিষ্ট সঙ্গীত শিল্পী সঞ্জীব দাস। সঞ্চালনায় ছিলেন নগর স্বাস্থ্যকেন্দ্রের এমপিডব্লু মৃগাঙ্ক পাল।