India & World UpdatesHappeningsBreaking News
শিক্ষানীতিতে সরকারি হস্তক্ষেপ চান না মোদি
৭ সেপ্টেম্বরঃ শিক্ষানীতিতে সরকারি হস্তক্ষেপ করা তাঁর পছন্দ নয়। সোমবার নয়া জাতীয় শিক্ষানীতি বিষয়ে আলোচনার জন্য আয়োজিত রাজ্যপালদের সম্মেলনে উদ্বোধনী বক্তৃতায় একথা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
তিনি বলেন, ‘‘জাতীয় শিক্ষানীতি ২০২০ শিক্ষার্থীদের ক্ষমতায়নের সহায়ক হবে, দেশের আর্থিক ও সামাজিক উন্নয়নের নয়া দিশা দেখাবে।’’কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক আয়োজিত ‘উচ্চশিক্ষার সংস্কারে ২০২০-র জাতীয় শিক্ষানীতির ভূমিকা’ শীর্ষক ভার্চুয়াল সম্মেলনে ভাষণ দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও। তিনি আশা ব্যক্ত করেন, নয়া শিক্ষানীতিতে ভর করেই ভারত আন্তর্জাতিক মঞ্চে নতুনভাবে আত্মপ্রকাশ করবে। রাজ্যপালদের এই সম্মেলনে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক সহ বিভিন্ন রাজ্যের শিক্ষামন্ত্রী, বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য এবং শিক্ষা দফতরের উচ্চপদস্থ আধিকারিকেরাও যোগ দেন।
মোদি তাঁদের বলেন, ‘‘শিক্ষানীতি এবং শিক্ষাব্যবস্থা দেশবাসীর প্রত্যাশা পূরণের অন্যতম হাতিয়ার। কেন্দ্র ও রাজ্য সরকার, স্থানীয় নির্বাচিত সংস্থা সকলেরই শিক্ষাক্ষেত্রে নির্দিষ্ট দায়িত্ব রয়েছে। তবে এ ক্ষেত্রে সরকারি হস্তক্ষেপ ন্যূনতম হওয়া প্রয়োজন। বিদেশ কিংবা প্রতিরক্ষা নীতি কিন্তু নিছক সরকারি বিষয় নয়, রাষ্ট্রের বিষয়। শিক্ষানীতিও আসলে তেমনই।’’ প্রধানমন্ত্রীর মতে, দেশের জনগণের সম্মিলিতভাবে শিক্ষানীতি প্রণয়নের ক্ষেত্রে দায়িত্ব নেওয়া উচিত। তাঁর দাবি, শুধু লেখাপড়া নয়, নয়া জাতীয় শিক্ষানীতিতে ছাত্রছাত্রীদের চিন্তাশক্তি বৃদ্ধির বিষয়টিতে বিশেষ ভাবে জোর দেওয়া হয়েছে।