Barak UpdatesHappeningsCulture
শাস্ত্রীয় নাটক করবে ভাবীকাল, কর্মশালায় শিল্পী মনোনয়ন
ওয়েটুবরাক, ৩ সেপ্টেম্বর : ভারতীয় শাস্ত্রীয় প্রেক্ষাপটের উপর এক মেগা প্রযোজনার পরিকল্পনা নিয়েছে শিলচরের ভাবীকাল৷ এই প্রেক্ষিতে আগামী ১০ সেপ্টেম্বর থেকে দশদিন ব্যাপী ‘প্রযোজনা ভিত্তিক নিঃশুল্ক নাট্য কর্মশালা’র আয়োজন করা হয়েছে। মৌখিক পরীক্ষার মাধ্যমে এই কর্মশালার প্রশিক্ষার্থীদের বেছে নেওয়া হবে। যেহেতু এটি প্রযোজনা ভিত্তিক কর্মশালা, তাই সীমিত সংখ্যকদেরকেই বাছাইয়ের মাধ্যমে কর্মশালায় অর্ন্তভুক্ত করা হবে৷ কর্মশালায় আমন্ত্রিত প্রশিক্ষক হিসেবে থাকবেন মুম্বইয়ের গুলিস্তা এবং প্রযোজনাটির নির্দেশক শান্তনু পাল ।
ভাবীকাল সূত্রে জানা গিয়েছে, মঞ্চস্থ হবে ভারতীয় শাস্ত্রীয় নাটক ‘ভগদজ্জুকাম’। নাটককার- বুধ্যায়ন। মূল নাটকটি সংস্কৃত ভাষায়৷ ভাষান্তর করেছেন শান্তনু পাল৷