Barak UpdatesHappeningsBreaking News

শালচাপড়াতেই মাল্টি মডেল লজিস্টিক পার্ক, জানালেন রাজদীপ-বিমলেন্দু

ওয়েটুবরাক, ৬ ফেব্রুয়ারি : নির্মলা সীতারমণ তাঁর ২০২২-২৩ অর্থবর্ষের বাজেটে চারটি নতুন মাল্টিমডেল লজিস্টিক পার্ক তৈরির কথা ঘোষণা করলেও, কোথায় হবে সেগুলি, এর উল্লেখ করেননি৷ শিলচরের বিজেপি সাংসদ ডা. রাজদীপ রায় বলেন, যেখানেই নতুন প্রকল্প হোক, কাছাড়বাসীর চিন্তার কিছু নেই৷ কাছাড়ের জন্য মাল্টিমডেল লজিস্টিক পার্ক আগেই বরাদ্দ হয়ে গিয়েছে৷ তা এখন কার্যকর করার পাইপলাইনে ঢুকে পড়েছে৷ জেলা বিজেপি সভাপতি বিমলেন্দু রায় জানান, এরই মধ্যে এর জায়গা চিহ্নিত করা হয়েছে৷ বড়খলা বিধানসভা আসনের শালচাপড়ায় ১১৫ বিঘা জমির ওপর গড়ে উঠবে ওই প্রকল্প৷ ডিটেলস প্রজেক্ট রিপোর্ট তৈরির জন্য টাটা ও সিবিআরই দুই সংস্থার ওপর দায়িত্ব দেওয়া হয়েছে৷ উভয়েই কাজে লেগে পড়েছে বলে দাবি করেন শিলচরের সাংসদ ও জেলা বিজেপি সভাপতি৷

Rananuj

২০২২-২৩ অর্থবর্ষের বাজেটের ওপর আলোচনার জন্য শনিবার সাংবাদিকদের সঙ্গে বসেন ডা. রাজদীপ৷ তিনি কাগজ কল নিয়ে কংগ্রেসের সমালোচনাকে নস্যাৎ করে দিয়ে বলেন, অসমের কাগজ কল দুটি এখন আর কেন্দ্রীয় বাজেটের অন্তর্ভুক্ত নয়৷ রাজ্য সরকার কর্মচারীদের স্বার্থে এ ব্যাপারে মধ্যস্থতায় নেমেছে৷ এখন যা হবার, রাজ্য সরকারের তৎপরতাতেই হবে৷ ওই প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলেই দাবি করেন সাংসদ৷ তিনি জানান, গত ২১ জানুয়ারি শিলচর সফরের সময়েও মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা কাগজ কলের ইউনিয়নগুলির সঙ্গে বৈঠক করেন৷

পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধি ইস্যুতে কংগ্রেসকেই কাঠগড়ায় দাঁড় করান রাজদীপ রায়৷ তিনি বলেন, কংগ্রেস সরকারই আন্তর্জাতিক সংস্থার সঙ্গে এমন চুক্তি করে গিয়েছে যে, পেট্রোপণ্যের দাম কমানো যাচ্ছে না৷ ১৫ বছরের ওই চুক্তির মেয়াদ ২০২৪ সালে ফুরোবে বলে জানিয়েছেন তিনি৷

এ দিন অন্যান্যদের মধ্যে মত বিনিময় করেন প্রাক্তন বিধায়ক তথা আসাম টি করপোরেশনের চেয়ারম্যান রাজদীপ গোয়ালা, জেলা বিজেপির সাধারণ সম্পাদক শশাঙ্কশেখর পাল ও স্টেট মিডিয়া সেলের সদস্য দীপন দেওয়ানজি৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker