NE UpdatesHappeningsBreaking News
শারীরিক হেনস্তা! সর্বভারতীয় সভাপতির বিরুদ্ধে থানায় এজাহার অঙ্কিতার
ওয়েটুবরাক, ২১ এপ্রিল : যুব কংগ্রেসের রাজ্য সভাপতি অঙ্কিতা দত্ত সর্বভারতীয় সভাপতি বি ভি শ্রীনিবাসের বিরুদ্ধে শারীরিক ও মানসিক হেনস্থার অভিযোগ তুলে দিসপুর থানায় এফআইআর করলেন৷ এর পরই প্রদেশ কংগ্রেস অঙ্কিতাকে কারণ দর্শানোর নোটিস পাঠাল। শ্রীনিবাস ও যুব কংগ্রেসের সম্পাদক বর্ধন যাদবের বিরুদ্ধে গত ৬ মাস ধরে বিভিন্ন লিঙ্গবৈষম্য, অবজ্ঞা ও অন্যান্য হেনস্থার অভিযোগ এনে টুইট করেছিলেন অঙ্কিতা। বলেছিলেন, বারবার রাহুল গান্ধী ও সনিয়া গান্ধীকে জানিয়েও লাভ হয়নি। পরিস্থিতি সামলাতে প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা অঙ্কিতার সঙ্গে বৈঠকে বসেন। কিন্তু বরা ও দত্তর বৈঠকের পরেই জাতীয় যুব কংগ্রেসের আইটি সেলের তরফে অঙ্কিতাকে আইনি চিঠি পাঠিয়ে দাবি করা হয়, তিনি শ্রীনিবাসের বিরুদ্ধে অসংসদীয়, অসম্মানজনক, দুরভিসন্ধিমূলক মন্তব্য করেছেন ও মিথ্যে অভিযোগ এনেছেন। চিঠিতে এমনও বলা হয়েছে, সারদা কেলেঙ্কারির তদন্তের হাত থেকে বাঁচতেই বিজেপিতে যোগ দিতে চাইছেন অঙ্কিতা। জবাবে অঙ্কিতা শ্রীনিবাসের বিরুদ্ধে এফআইআর করায় এ বার রাজ্য কংগ্রেসও অঙ্কিতার পাশ থেকে সরে গেল। ভূপেন বরা বলেন, অঙ্কিতা আমার কথার গুরুত্ব দেননি, তাই তাঁর বিরুদ্ধে অনুশাসনমূলক ব্যবস্থা নেওয়া হবে। অঙ্কিতা বলেন, দল নয়, ব্যক্তির বিরুদ্ধে এফআইআর করেছি। আশা করি, পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেবে। প্রদেশের কংগ্রেসেরও অভিযোগ, বিজেপিতে যোগদানের অজুহাত বের করতে, বিজেপি নেতাদের পরিকল্পনামাফিক এই কাদা ছোঁড়াছুঁড়ির রাস্তা নিয়েছেন অঙ্কিতা।