Barak UpdatesHappeningsCultureBreaking News
শনি ও রবিবার শিলচর বঙ্গভবনে বরাকবঙ্গের ধামাইল কর্মশালা
ওয়েটুবরাক, ১ ফেব্রুয়ারি : বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কেন্দ্রীয় সমিতির উদ্যোগে এবং কাছাড় জেলা সমিতির ব্যবস্থাপনায় আগামী ৪ ও ৫ ফেব্রুয়ারি শনি ও রবিবার শিলচর বঙ্গভবনে অনুষ্ঠিত হবে দু দিনের ধামাইল নৃত্য কর্মশালা। এই উপত্যকার লোক সংস্কৃতির অন্যতম উপাদান ধামাইল নৃত্য পরিবেশন শৈলী নবীন প্রজন্মকে সঠিকভাবে রপ্ত করানোর জন্য এই কর্মশালার আয়োজন করা হয়েছে। এতে প্রশিক্ষক হিসাবে উপস্থিত থাকবেন জেলার ধামাইল নৃত্যে পারদর্শী বিশিষ্ট ব্যক্তিত্বরা। এই কর্মশালায় কাছাড় জেলার নবীন প্রজন্মের ছেলে-মেয়েদের মধ্যে যারা ধামাইল নৃত্যে আগ্রহী এবং এই নৃত্য কীভাবে পরিবেশন করা যায়, তা শিখতে চায়, তাদের কাছে আবেদন, তারা যেন অবশ্যই এই কর্মশালায় অংশগ্রহণ করে। এই কর্মশালায় যোগদানে ইচ্ছুকদের সম্মেলনের কাছাড় জেলা সমিতির সংস্কৃতি সম্পাদক অভিজিৎ ধরের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে ( দূরভাষ ৯১০১৩ ৪১৩৮৪ ও ৯৪০১৩ ৩৮৭১৭ )।