Barak UpdatesHappeningsBreaking News
লোয়াইরপোয়ায় দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে রাতের আকাশ পর্যবেক্ষণ
ওয়েটুবররাক, ১০ জানুয়ারি : আসাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ এবং সায়েন্স ক্লাব করিমগঞ্জের যৌথ ব্যবস্থাপনায় গত ৮ জানুয়ারি সন্ধ্যায় পাথারকান্দির লোয়াইরপোয়া অঞ্চলের কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ে দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে এক রাতকালীন পর্যবেক্ষণের ব্যবস্থা করা হয়েছিল। আদর্শ বিদ্যালয় (লোয়াইরপোয়া), মাকুন্দা খ্রিস্টান এইচ এস স্কুল এবং কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ের প্রায় একশো ছাত্রছাত্রী এই অনুষ্ঠানে যোগদান করেছিল। সম্পূর্ণ কোভিড প্রটোকল মেনেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। দূরবীনের সাহায্যে বৃহস্পতি গ্রহ, শনি গ্রহ ছাড়াও চাঁদ দেখানো হয়।
অনুষ্ঠানে বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. হিমাদ্রি শেখর দাস। ছাত্রছাত্রীদের নানা প্রশ্নের উত্তরও তিনি দেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করিমগঞ্জ কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক রজত শুভ্র পাল, পাথারকান্দি খণ্ড শিক্ষাধিকারিক অজয় ভূষণ দাস, কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ের সমন্বয়ক সুরজ কুমার কানু, কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ের হোস্টেল ওয়ার্ডেন বিজিতা ঘোষ প্রমুখ।