India & World UpdatesAnalyticsBreaking News
আমেথিতে পিছিয়ে স্মৃতি ইরানি, জয়ের পথে কংগ্রেসের কিশোরীলাল শর্মা
নতুনদিল্লি, ৪ জুন : উত্তর প্রদেশের আমেথি লোকসভা কেন্দ্রের হারানো আসনটি এ বার ফিরে পেতে চলেছে কংগ্রেস। ২০১৯ লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে রাহুল গান্ধীকে হারিয়ে জয়ী হয়েছিলেন স্মৃতি ইরানি। ৫ বছর পর এই কেন্দ্রে পালাবদল হতে চলেছে। কিন্তু এ বার স্মৃতি ইরানি হারতে চলেছেন কংগ্রেসের কিশোরীলাল শর্মার কাছে। এ পর্যন্ত খবর অনুযায়ী কংগ্রেসের কিশোরীলাল বিজেপির স্মৃতি ইরানির থেকে ১,৬২,৯৫১ ভোটে এগিয়ে রয়েছেন। কিশোরীলাল শর্মা পেয়েছেন ৫,২৯,০৩৭ ভোট। বিপরীতে স্মৃতি ইরানি পেয়েছেন ৩,৬৬,০৮৬ ভোট।
বিশেষজ্ঞরা মনে করছেন, খুব বড় অঘটন না ঘটলে কিশোরীলাল শর্মার জয় প্রায় নিশ্চিত। এই আসনের সঙ্গে গান্ধী পরিবারের দীর্ঘদিনের সম্পর্ক। ১৯৮০ সালে এই আসন থেকে জয়ী হয়েছিলেন সঞ্জয় গান্ধী। এরপর সঞ্জয় গান্ধীর মৃত্যুর পর এই আসন থেকে জয়ী হন রাজীব গান্ধীর ঘনিষ্ঠ সতীশ শর্মা। ১৯৯৯ সালে রাজীব পত্নী সোনিয়া গান্ধী এই কেন্দ্রে ভোটে দাঁড়িয়ে জয়ী হন। এরপর থেকে কংগ্রেসের দখলেই ছিল এই আসনটি। সোনিয়ার পর আমেথি থেকে লড়েন রাহুল গান্ধী। কিন্তু গতবার স্মৃতি ইরানি রাহুল গান্ধীকে হারিয়ে জয়ী হন। কিন্তু এ বার সেই হারানো আসন পুনরুদ্ধার করতে চলেছে কংগ্রেস।