Barak UpdatesHappeningsCultureBreaking News
লোকসঙ্গীত শিল্পী রেবা লস্কর প্রয়াত
ওয়েটুবরাক, ২৪ ফেব্রুয়ারি : বরাক উপত্যকার বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী রেবা লস্কর প্রয়াত হয়েছেন৷ বৃহস্পতিবার সকালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন৷
সত্তরের দশকের লোকসঙ্গীতের অতি জনপ্রিয় শিল্পী ছিলেন তিনি৷ বিশেষ করে মেয়েলী সঙ্গীত যেমন বিয়ের গান, ধামাইল গান, ব্রতকথা, বারমাসী, বিচ্ছেদি, পাঁচালি গান ইত্যাদির জন্য তিনি বিশেষ পরিচিতি লাভ করেছিলেন৷ শিলচর বেতার কেন্দ্রের নিয়মিত শোনা যেত রেবা লস্করের সুমিষ্ট কণ্ঠ৷ তিনি বিধান লস্করের মেজদিদি৷
তার মৃত্যুতে বহু বিশিষ্টজন শোক ব্যক্ত করেছেন৷ লোকগবেষক মহবুবুল বারী বলেন, উপত্যকার লোকসঙ্গীত জগতে যে বিরাট শূন্যতার সৃষ্টি হলো, তা সহজে পূরণ হবার নয়। বিশিষ্ট আবৃত্তিকার অমিত সিকিদার বলেন, পুরনো শিল্পীদের মধ্যে তিনি ছিলেন অন্যতমদের একজন৷ সংস্কৃতিকর্মী সংগঠক হৃষীকেশ চক্রবর্তী বলেন, এ ক্ষতি পূরণ হবার নয়৷
সঙ্গীতশিক্ষক রথীন্দ্র চক্রবর্তী জানিয়েছেন, মাত্র কিছুদিন আগে রেবা লস্কর লোকসঙ্গীতের পঞ্চম বর্ষের পরীক্ষায় ফার্স্ট ডিভিশন ডিস্টিংশন পেয়েছিলেন৷ সেদিন তিনি বলেছিলেন, “আমার জীবনের একটা বড়ো স্বপ্ন পূরণ হল।” রথীন্দ্রবাবুর কথায়, “বড় গানপাগল মানুষ ছিলেন, নইলে চাকরি থেকে অবসর নেওয়ার পরও গানের পরীক্ষা দেন!”
তাঁর মৃত্যুতে শোক ব্যক্ত করেছেন কবি সুপ্রদীপ দত্তরায়, শিল্পী মুজিবর রহমান রঞ্জু, মনোরঞ্জন মালাকার, হেমন্ত দত্ত পুরকায়স্থ, তাহেরা বেগম লস্কর, কল্যাণী দাম, সৌমিত্র দত্ত, দেবপ্রিয় নাগ, রাজু সেনগুপ্ত প্রমুখ৷