India & World UpdatesHappeningsBreaking News
লালুপ্রসাদের পর তেজস্বীকেও ইডির জেরা
ওয়েটুবরাক, ৩০ জানুয়ারি : মঙ্গলবার পটনার ইডি দফতরে হাজিরা দিলেন বিহারের সদ্য প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব। তাঁকে জিজ্ঞাসাবাদ চলছে৷
জমির বদলে চাকরি মামলায় গত সোমবারই ৯ ঘণ্টা ধরে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবকে জিজ্ঞাসাবাদ করে ইডি। ওই একই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হল পুত্র তেজস্বীকে।
ইডির অভিযোগ, চাকরির বিনিময়ে বহু যুবকের থেকে জমি নেওয়া হয়েছিল। সেই জমি তাঁরা লালুর পরিবারের সদস্য এবং ‘একে ইনফোসিস্টেমস’ সংস্থার নামে করেছিলেন। ওই সংস্থার সঙ্গে যোগ রয়েছে লালুর পরিবারের সদস্যদের বলে দাবি ইডির। ঘটনার তদন্তে নেমেছিল সিবিআই। পটনা, দিল্লি-সহ দেশের বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছিল। তার পর অভিযান চালানো হয় আরজেডির একাধিক নেতার বাড়িতে। সিবিআই আগেই চার্জশিট দিয়েছিল লালু এবং তাঁর পরিবারের কয়েক জনের নামে। সম্প্রতি চার্জশিট দিয়েছে ইডিও।