Barak UpdatesHappeningsBreaking News
লালবাগে নতুন বিমানবন্দরের জমি দেখতে গিয়ে শ্রমিক বিক্ষোভের মুখে এডিসি
ওয়েটুবরাক, ১৯ এপ্রিল : বড়খলার লালবাগে মঙ্গলবার নতুন বিমানবন্দরের জমি অধিগ্রহণ ইস্যুতে উত্তেজনা দেখা দেয়। শ্রমিক বিক্ষোভের মুখে পড়েন কাছাড়ের অতিরিক্ত জেলাশাসক এবং ডলু চা বাগানের ম্যানেজার।
লালবাগে বিমানবন্দর স্থাপন নিয়ে মঙ্গলবার বাগানের শ্রমিক-কর্মচারীদের মধ্যে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে। এদিন সকাল আনুমানিক ১১টা নাগাদ কাছাড়ের অতিরিক্ত জেলাশাসক মনসুর আহমেদ মজুমদার ও ডলু চা বাগানের ম্যানেজার সুপ্রিয় সিকদার বিশাল পুলিশ ও সিআরপিএফ বাহিনী নিয়ে লালবাগ বাগানে পৌঁছান৷ প্রস্তাবিত বিমানবন্দরের সীমানা নির্ধারণ করতে গেলে শ্রমিক-কর্মচারীরা বাধা দেন। স্লোগানে স্লোগানে সরগরম হয়ে ওঠে গোটা বাগান এলাকা৷
বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে এদিন এডিসি ও ডলু চা বাগানের ম্যানেজারকে দীর্ঘক্ষণ ঘেরাও করে রাখেন তাঁরা। চার হাজারেরও অধিক শ্রমিক ঐক্যবদ্ধ হয়ে বাগানের জমিতে বিমানবন্দর স্থাপনের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হন। তাঁদের বিভিন্ন সমস্যার সমাধান ও দাবিদাওয়া পূরণ না হওয়া পর্যন্ত লালবাগে কোনও ভাবেই বিমানবন্দর স্থাপন হতে দেবেন না বলে এদিন কড়া ভাষায় হুঁশিয়ারি দেন তাঁরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে আশঙ্কায় এডিসি মজুমদার কাছাড়ের জেলাশাসকের সঙ্গে কথা বলে তাদের সমস্যা সমাধানের আশ্বাস দেন৷