Barak UpdatesHappeningsBreaking News
লায়ন্স-লিও ক্লাব শিলচর গ্রেটারের তিনদিনব্যাপি নানা কর্মসূচি
ওয়েটুবরাক, ৩১ জুলাই : বিভিন্ন সামাজিক কার্যসূচির মাধ্যমে লায়ন্স ও লিও ক্লাব অফ শিলচর গ্রেটার সমাজের সকল মানুষের পাশে থাকার চেষ্টা করে৷ দুস্থ মানুষের ক্ষুধা নিবারণের প্রয়াসের পাশাপাশি স্বাস্থ্য শিবির করে রোগীর চিকিৎসা সেবাও প্রদান করা হয় | বেঁচে থাকার জন্য শুধু খাওয়া জরুরি নয়, সুস্বাস্থ্য ও যে জরুরি, তা তারা সমাজকে তাদের কাজের মাধ্যমে বুঝিয়ে দেন।
গত ২৯ জুলাই লায়ন্স ক্লাব অফ শিলচর গ্রেটার ও তাদের যুব শাখা লিও ক্লাব অফ শিলচর গ্রেটারের উদ্যোগে এবং শিলচরের নিরাময় হেলথ কেয়ারের সহযোগিতায় রামনগরে অবস্থিত নিরাময় ডায়াগনস্টিক সেন্টারে একটি ডায়বেটিস রোগ শনাক্তকরণ শিবিরের আয়োজন করা হয় | উক্ত শিবিরের পরিচালনায় ছিলেন নিরাময় হেলথ কেয়ারের কর্ণধার তথা লায়ন্স ক্লাব শিলচর গ্রেটারের ক্লাব ডিরেক্টর ডা: ওয়াই. এন. সিংহ | সেদিনের শিবিরে নিরাময় হেলথ কেয়ারে আসা ৫০ জন রোগী ডায়াবেটিস পরীক্ষা করান, তার মধ্যে ১৭ জন ব্যক্তির রক্তে উচ্চ শর্করার মাত্রা পাওয়া গেছে | সংস্থার পক্ষ থেকে সদস্যরা আরও জানান, তারা আগামীতে মাসে অন্তত একটি হলেও শিলচরের বিভিন্ন জায়গায় এই ধরনের শিবিরের আয়োজন করবেন | তারপর ডিস্ট্রিক্ট ৩২২জি -র “ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান এক্টিভিটি” এর অধীনে গত ৩০ জুলাই রাতে শিলচরে রেলস্টেশন সহ রাস্তার পাশে থাকা দুস্থ মানুষের হাতে রাতের খাবার তুলে দেয় লায়ন্স ও লিও ক্লাব অফ শিলচর গ্রেটারের সদস্যরা | সেদিনের আবহাওয়া প্রতিকূল থাকায় অনেক কষ্টে এই খাবারগুলো মানুষের হাতে পৌঁছাতে সক্ষম হয়েছেন তারা, আবহাওয়া প্রতিকূল থাকা সত্ত্বেও সেদিন মোট ১০৩ জন গরীব মানুষের হাতে খাবার প্যাকেট তুলে দিয়েছেন সংস্থার সদস্যরা | এছাড়াও ৩১ জুলাই মেয়েদের স্বাস্থ্য-সুরক্ষার কথা চিন্তা করে লিও ক্লাব অফ শিলচর গ্রেটার এবং হোপ ফর জেমস সোসাইটির যৌথ প্রয়াসে ছোট দুধপাতিল দুর্গাটিলার আশেপাশে থাকা মেয়েদের হাতে প্রায় ১০০টি স্যানিটারি ন্যাপকিনের প্যাকেট তুলে দেন এই দুই সংস্থার সদস্যরা |
তিনদিনের কর্মসূচিতে ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন লায়নস শিলচর গ্রেটারের সভাপতি দেবরাজ ধর , লিও শিলচর গ্রেটারের সভাপতি সৌম্যজ্যোতি ভট্টাচার্য, সহ সভাপতি শুভ চক্রবর্তী, সহ সভানেত্রী পর্ণশ্রী দাস, সম্পাদিকা তাহমিনা আক্তার লস্কর , কোষাধ্যক্ষ বিজয় রায়, সহ সম্পাদক বিশাল পাল, পিআরও পূরবী দাস, সার্ভিস চেয়ারপার্সন রাজদীপ পাল, সদস্য দেবকমল গোস্বামী, সদস্যা জয়শ্রী দেব | হোপ ফর জেম্স সোসাইটির পক্ষ থেকে ছোটদুধপাতিলে উপস্থিত ছিলেন দেবাঞ্জনা দে, অনির্বান দাস, পায়েল বৈদ্য, বীরেশ্বর দে |